Monday, January 12, 2026

রেড লেটার ডে : তিন রাজনৈতিক বৈঠক-সভা ঘিরে কাল প্রবল আগ্রহ

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে কাল, বুধবার, ২৪ জুন কার্যত রেড লেটার ডে হতে চলেছে। একসঙ্গে তিনটি বড় রাজনৈতিক ঘটনা ঘটতে চলেছে। কেন রেড লেটার ডে?

সর্বদল সভা : বিকেল ৩টে-তে সর্বদল সভা ডেকেছেন মুখ্যমন্ত্রী। সব দলকেই কার্যত নিজে ফোন করে সর্বদলে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ হল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তাঁর কর্মসূচি বাতিল করে বৈঠকে আসায় রাজি করিয়েছেন মুখ্যমন্ত্রী। আর দিলীপ ঘোষ বৈঠকে থাকা মানেই বোমা বর্ষণ। রাজ্য সরকারও নিশ্চিত জানে পরিস্থিতি। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বৈঠক পরিচালনা করবেন, ফলে চিরাচরিতভাবে বৈঠকের রাশ যে তাঁর দখলে থাকবে নিশ্চিতভাবে বলা যায়। সব ক’টি রাজনৈতিক দলেরই ২জন করে প্রতিনিধি থাকছেন বৈঠকে। তবে রাজ্যকে যে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হবে, তা বলার অপেক্ষা রাখে না।

বাম-কংগ্রেস বৈঠক : রাজ্য রাজনীতিতে বিশেষত বিরোধী রাজনীতির নিরিখে কাল বুধবার, বাম কংগ্রেসের বৈঠক রীতিমতো গুরুত্বপূর্ণ। সন্ধে সাতটায় কান্তি প্রেসে বৈঠক বসবে। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য সহ বামফ্রন্ট এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থাকবেন। করোনা পরিস্থিতির কারণে পুর ভোট শিকেয়। এই অবস্থায় ২০২১-এর বিধানসভা ভোটকেই পাখির চোখ করেছে বাম কংগ্রেস। জোট হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ দু’দলেরই অস্তিত্বের সঙ্কট। এই অবস্থায় আসন রফা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি বিরোধী জোটে দলের সংখ্যা বৃদ্ধিও অন্যতম বিষয়। একের বিরুদ্ধে এক লড়াইয়ে সফল না হলে সম্মানজনক ফল আশা করাও অসম্ভব। সেদিক থেকে বিরোধী রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই বৈঠক।

বিজেপির ভার্চুয়াল সভা : ৯ জুন, অমিত শাহকে দিয়ে বিজেপির যে ভার্চুয়াল সভা শুরু হয়েছিল তার ক্রমপরিণতি হিসেবে কাল, ২৪ জুন বিজেপির দ্বিতীয় ভার্চুয়াল সভা। সভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ভার্চুয়াল সভা হবে মেদিনীপুরে। বিজেপির এটি দ্বিতীয় ভার্চুয়াল সভা। এরপরের সভাগুলি রয়েছে উত্তরবঙ্গে ২৬ জুন, কলকাতায় ২৮ জুন ও রাঢ় বাংলায় ৩০জুন। ২৮ জুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বক্তা হলেও অমিত শাহের পর স্মৃতি ইরানি নিশ্চিত স্টার বক্তা। যে কারণে কালকের সভা নিয়ে বিজেপিতে মহা উৎসাহ।

ফলে, কাল, ২৪ জুন রাজনৈতিক রেড লেটার ডে বললে ভুল হবে না!

spot_img

Related articles

ভোটের আগে ইডি-র হানা: CPIM-এর উল্টো পথে শরিকদল CPIML

লোকসভা নির্বাচনের আগে যে শরিক দলের হাত ধরে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিল বাংলার সিপিআইএম, সেই শরিক...

নথির প্রাপ্তি স্বীকার করছে না কমিশন! আরও হয়রানির আশঙ্কা করে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর

ফের SIR-এর শুনানি-পর্বে মানুষের হয়রানির অভিযোগ তুলে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি দিলেন বাংলার...

প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে ধাক্কা: নিখোঁজ ‘অন্বেষা’-সহ একাধিক স্যাটেলাইট

বছরের প্রথম মহাকাশ মিশনেই বড় ধাক্কা ISRO-তে। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62 রকেট উৎক্ষেপিত...

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ...