এবার চাঁদনি চক সেন্ট মিশেল স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। ‘নো স্কুল নো ফিজ’ এই আওয়াজ তুলে অবরোধে নামেন অভিভাবকরা। এবং এই প্রথম অভিভাবকদের সঙ্গে ছোট ছোট পড়ুয়ারাও পথে নামে। ছোট ছোট ছেলেমেয়েরা বলছে, বাবার চাকরি নেই ফিজ দেবো কোথা থেকে? কেউ বা বলছে বাড়িতে খাবার পয়সা নেই, স্কুলের ফিজ দেওয়া সম্ভব নয়। ফলে সাধারণ মানুষের সহানুভূতি চাঁদনী মিশন স্কুলের অভিভাবকদের সঙ্গে।

পাশাপাশি পার্ক সার্কাসে মহাদেবী বিড়লা স্কুলের সামনেও বিক্ষোভে নামেন অভিভাবকরা। তাঁদের বক্তব্য, স্কুল বন্ধ, শুধু অন লাইনে পড়াশোনা চলছে। ফলে বহু বিষয় পড়ানো সম্ভব হচ্ছে না। ফলে স্কুলের অধিকাংশ ফিজ আপাতত নেওয়া বন্ধ রাখা হোক। স্কুলের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও অভিভাবকদের অভিযোগ স্কুলের তরফ থেকে কোনোওরকম প্রত্যুত্তর পাওয়া যায়নি। ফলে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

একই ছবি এদিন পশ্চিম বর্ধমান জেলার কারমেল স্কুলে। সেখানেও বেশ কিছু ফিজ মকুব করা হোক। যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে দুপুর অবধি কোনও প্রত্যুত্তর পাওয়া যায়নি।
