Monday, November 17, 2025

বৈশাখীকে খোঁচা দিয়ে শোভনকে টানতে পারবে তৃণমূল? জল্পনা

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের নীতি কী?

এখনও স্পষ্ট নয়।
তবে জল্পনা চরমে।
শোভনের 131 নম্বর ওয়ার্ড নিয়ে নানা কথা ভাসছে। প্রশাসক শোভনই। দলের সব কাজে রত্না থাকছেন। আবার ওয়ার্ড সভাপতি খোকন গায়েনকে ক্ষমতা দেওয়া হচ্ছে। মূলত পার্থ চট্টোপাধ্যায় এই দুইয়ের ভারসাম্য রাখছেন। শোনা গেছে, রত্নাকে আর নতুন করে প্রজেক্ট করা হচ্ছে না। এটা শোভনের ফেরার রাস্তা করতে। কিন্তু রত্না ঘনিষ্ঠমহলে বলেছেন দলীয় সব কর্মসূচিতে তাঁকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও খোকন গায়েন সংক্রান্ত কিছু বিষয়ে রত্না বিরক্ত বলেই খবর।

এদিকে রত্নার ক্ষমতা কমিয়ে যদি শোভনের ফেরার দরজা খোলার খবর ঠিক হয়, তাহলে উল্টোদিকে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কর্মক্ষেত্রে জটিলতা অব্যাহত। বৈশাখী অপমানিতও বটে। এই জট খুলছে না। বৈশাখীকে খোঁচা দিয়ে শোভনকে পুরনো জায়গায় ফেরানোর চেষ্টা কি সফল হবে? তৃণমূলসূত্রের খবর, দল এরকম কোনো চেষ্টাই করছে না। সবটাই রটনা। শোভনকে ফেরার কথা বলাই আছে। বাকিটা তাঁর বিষয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে রত্না বলেন,” আমি কিছু বলতে পারব না। এইটুকু জানি আমার ওয়ার্ডে কোনো কর্মসূচি হলে সসম্মানে আমাকে দায়িত্ব দিয়ে কাজ করানো হয়।”

এদিকে, শোভন কতদিন রাজনীতি ছেড়ে ” স্টে হোম, স্টে সেফ” নীতিতে বসে থাকবেন, তা নিয়েও চর্চা অনেক। বিজেপির রাজ্য কমিটিতে শোভন নেই। তাহলে তৃণমূলে ফেরাই অবধারিত নয় কি? কিন্তু সেটা কীভাবে এবং কবে? সেক্ষেত্রে বৈশাখীর ভূমিকা কী হবে, তা নিয়ে একাধিক জল্পনা চলছে।

 

spot_img

Related articles

‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই...

কল্যাণের বোমা-বন্দুক অভিযোগ! রাজভবনে পুলিশ-বম্ব স্কোয়াড নিয়ে বিস্ফোরক খুঁজবেন রাজ্যপাল

বোমা-বন্দুক মজুত রাখা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে (Raj Bhavan) বিশেষ তল্লাশি...

বিতর্কে জর্জরিত কেরলের প্রথম মহিলা ডিজিপি এবার পঞ্চায়েতে বিজেপি প্রার্থী

বিতর্ক তাঁর পিছু ছাড়েনি! একসময়ের কেরালার দুঁদে আইপিএস, 'রেইড শ্রীলেখা' এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত জয়ের স্বপ্ন...

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...