টলিউডে নেপোটিজম: শ্রীলেখার অভিযোগ নিয়ে মুখ খুললেন চিরঞ্জিৎ

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা। আর তাকে ঘিরে বিভিন্ন বিতর্ক, বিভিন্ন অভিযোগ। আঙুল তোলা হয়েছে নেপোটিজমের দিকে। এসেছে স্বজনপোষণের তত্ত্বও। বলিউডে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় টলিউডের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর অভিযোগের জবাব দিতে বিভক্ত হয়েছে বাংলা চলচ্চিত্র জগৎ। অভিযোগের স্বপক্ষে বক্তব্য পেশ করেছেন অনেকে। কেউ আবার একেবারে উল্টো পথে হেঁটে শ্রীলেখাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। কারো, কারো অবস্থান যথেষ্ট ব্যালেন্সড। শ্রীলেখা মিত্রের অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন টলিউডের অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি বলেন, নেপোটিজম বলিউড থাকলেও, টলিউডে এমন কোনও দোষ নেই। তাঁর কথার স্বপক্ষে তিনি যুক্তি দিয়ে বলেন, উত্তম কুমার, সুচিত্রা সেন এঁরা কোনওদিন তাঁদের ছেলেমেয়েদের ছবিতে নিয়ে আসার বিষয়ে তদবির করেছেন বলে শোনা যায়নি। তবে স্বজনপোষণের আছে সে কথা স্বীকার করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি ছবিতে তাঁর কণ্ঠস্বর অন্য অভিনেতা দিয়ে ডাবিং করার প্রসঙ্গ। তবে তিনি বলেন, আড়াইশো ছবি করে ফেলার পর এইসব কথা আর মনে রাখার ইচ্ছে নেই।

একই সঙ্গে চিরঞ্জিৎ বলেন, স্বজনপোষণ কোন পেশায় নেই? যেহেতু রুপোলি পর্দার মানুষদের ওপর আলো থাকে, সেই কারণে তাঁদের সেই জগত নিয়ে আলোচনাও বেশি হয়।

Previous article২৭ জুন সমস্ত জেলা সভাপতির সঙ্গে বৈঠক তৃণমূল শীর্ষ নেতৃত্বের
Next articleবৈশাখীকে খোঁচা দিয়ে শোভনকে টানতে পারবে তৃণমূল? জল্পনা