মেট্রোরেল চালানো নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা ও শর্ত নিয়ে কোনও কথা প্রকাশ্যে বলতে রাজি নন সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি জানিয়েছেন, প্রটোকল অনুযায়ী সরকার রেলমন্ত্রককে চিঠি লিখে জানাবে। রেলমন্ত্রক কলকাতা মেট্রোরেলকে ‘প্রসিড’ করতে বললে রাজ্য ও মেট্রো কর্তারা আলোচনায় বসবেন। তারপরেই হবে সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেট্রো স্যানিটাইজ করে যে ক’টা আসন, ততজন যাত্রী নিয়ে মেট্রো চালালে রাজ্য সরকারের আপত্তি নেই।
