Friday, January 16, 2026

করোনা ইস্যুতে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ অমিতের

Date:

Share post:

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বিরুদ্ধে এবার তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।তাঁর অভিযোগ, করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী। রবিবার একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী, আগামী ৩১ জুলাই দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ ছাড়ানোর কোনও সম্ভাবনা নেই। গোষ্ঠী সংক্রমণও হয়নি। দিল্লির উপমুখ্যমন্ত্রীর মন্তব্যে আমজনতার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
তিনি এদিন অভিযোগ করেন, আতঙ্ক এমন ছড়িয়েছে যে কিছু মানুষ দিল্লি ছেড়ে চলে যেতে চাইছেন।
করোনাভাইরাস সংক্রমণের মোকাবিলায় পাঁচটি উপায় বাতলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী । সেগুলি হল- টেস্ট ও আইসোলেশন, প্রয়োজনীয় অক্সিমিটার ও অক্সিজেন কনসেনট্রেটরের বন্দোবস্ত রাখা, প্লাজমা থেরাপি, স্ক্রিনিং এবং ধারাবাহিক সমীক্ষা। তিনি এদিন স্পষ্ট জানিয়েছেন, দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ হয়নি। ভয় পাওয়ার কিছু নেই।
প্রসঙ্গত, গত ৯ জুন দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মণীশ সিসৌদিয়া বলেছিলেন, ‘‘সংক্রমণের বর্তমান ধারা বজায় থাকলে আগামী ১৫ জুলাই দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছোঁবে। ৩১ জুলাইয়ের মধ্যে তা সাড়ে পাঁচ লক্ষে পৌঁছে যাবে।’’ সিসৌদিয়া যখন এই মন্তব্যে করেন তখন দিল্লিতে প্রায় ৩০ হাজার করোনা পজিটিভ ধরা পড়েছিল।

spot_img

Related articles

বেতন কমাচ্ছে একাধিক দল, আইএসএল ছাড়লেন শেষ মরশুমের সর্বোচ্চ গোলদাতাই

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু ফর্ম্যাট বা সূচি ঘোষণা করতে এখনও পারেনি ফেডারেশন। ফলে ভারতীয় ফুটবলের উপর ভরসা...

সুপ্রিম নির্দেশে মিটছে রাজ্যের স্থায়ী উপাচার্য সমস্যা

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগকে কেন্দ্র করে অবসান হতে চলেছে জটিলতার। শীর্ষ...

কোন কোন OBC শংসাপত্র গ্রহণযোগ্য? বিজ্ঞপ্তি জারি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় OBC শংসাপত্রের বৈধতা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাই কোর্টের (Calcutta High...

সামান্য তুলোতেই উঠে গেল ভোটের কালি! মহারাষ্ট্র পুরনিগম নির্বাচনে তবু পুনর্নির্বাচন নয়

নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ। ফল ঘোষণার প্রস্তুতি মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের। অথচ এরপরেও মিলল না ভোটের কালি (indelible...