Tuesday, May 13, 2025

বনাঞ্চলের জমি অধিগ্রহণ করে চিন সীমান্তে শুরু রাস্তা তৈরির কাজ

Date:

Share post:

চিনকে চাপে রাখতে নয়া পন্থা ভারতের। সীমান্ত জুড়ে তৈরি হচ্ছে রাস্তা। এই কাজে এবার গঙ্গোত্রি ন্যাশনাল পার্কের ৭০ হেক্টর জমি অধিগ্রহণ করল উত্তরাখন্ড সরকার। মঙ্গলবার ১৫তম স্টেট ওয়াইল্ড লাইফ অ্যাডভাইসারি বোর্ডে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সীমান্ত জুড়ে তৈরি হওয়া তিনটি রাস্তার কাজে গতি আনতে এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই তিনটি রাস্তার মধ্যে রয়েছে উত্তরকাশি জেলা জুড়ে তৈরি হওয়া গরতাং গলি রোড, যা ভারত ও তিব্বতকে জুড়ছে। রাজ্যের বনমন্ত্রী হরক সিং রাওয়াত বলেন, “এই তিনটি রাস্তার কাজে গতি আনা প্রয়োজন। জাতীয় সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।”

প্রথম রাস্তাটি ১১.৮৫ কিমি দীর্ঘ। যা সুমলা থেকে তাংগলা অবধি বিস্তৃত হবে। এর জন্য ৩০.২০ হেক্টর জমি অধিগ্রহণে ছাড়পত্র মিলেছে। দ্বিতীয় রাস্তাটি হলো ৬.২১ কিমি দীর্ঘ। ত্রিপানি থেকে রংগমাচাগর পর্যন্ত যাওয়া যাবে। যার জন্য ১১.২১৮ হেক্টর জমি নেওয়া হয়েছে। তৃতীয় রাস্তাটি ১৭.৬০ কিমি দীর্ঘ, তৈরি হচ্ছে মান্ডি থেকে সাঙ্গচোকলা পর্যন্ত। এজন্য অধিগ্রহণ করা হয়েছে ৩১.৭৬ হেক্টর জমি।

এই তিনটি রাস্তাই আইটিবিপির বেস ক্যাম্পকে চিন সীমান্তের সঙ্গে জুড়ছে। ফলে যাতায়াত অনেক সহজ হবে। এই তিন রাস্তার মাধ্যমে সেনাদের কাছে খাবার, জল, অস্ত্র দ্রুত পৌঁছে দেওয়া যাবে। বর্ডার রোড অর্গানাইজেশনের প্রধান ইঞ্জিনিয়ার বিমল গোস্বামী জানান, “হেলিকপ্টারের সাহায্যে ভারি মেশিন আনা হচ্ছে। মুনসিয়ারি-বাগদিয়ার-মিলাম রোডের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে।”

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...