Saturday, November 15, 2025

বনাঞ্চলের জমি অধিগ্রহণ করে চিন সীমান্তে শুরু রাস্তা তৈরির কাজ

Date:

Share post:

চিনকে চাপে রাখতে নয়া পন্থা ভারতের। সীমান্ত জুড়ে তৈরি হচ্ছে রাস্তা। এই কাজে এবার গঙ্গোত্রি ন্যাশনাল পার্কের ৭০ হেক্টর জমি অধিগ্রহণ করল উত্তরাখন্ড সরকার। মঙ্গলবার ১৫তম স্টেট ওয়াইল্ড লাইফ অ্যাডভাইসারি বোর্ডে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সীমান্ত জুড়ে তৈরি হওয়া তিনটি রাস্তার কাজে গতি আনতে এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই তিনটি রাস্তার মধ্যে রয়েছে উত্তরকাশি জেলা জুড়ে তৈরি হওয়া গরতাং গলি রোড, যা ভারত ও তিব্বতকে জুড়ছে। রাজ্যের বনমন্ত্রী হরক সিং রাওয়াত বলেন, “এই তিনটি রাস্তার কাজে গতি আনা প্রয়োজন। জাতীয় সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।”

প্রথম রাস্তাটি ১১.৮৫ কিমি দীর্ঘ। যা সুমলা থেকে তাংগলা অবধি বিস্তৃত হবে। এর জন্য ৩০.২০ হেক্টর জমি অধিগ্রহণে ছাড়পত্র মিলেছে। দ্বিতীয় রাস্তাটি হলো ৬.২১ কিমি দীর্ঘ। ত্রিপানি থেকে রংগমাচাগর পর্যন্ত যাওয়া যাবে। যার জন্য ১১.২১৮ হেক্টর জমি নেওয়া হয়েছে। তৃতীয় রাস্তাটি ১৭.৬০ কিমি দীর্ঘ, তৈরি হচ্ছে মান্ডি থেকে সাঙ্গচোকলা পর্যন্ত। এজন্য অধিগ্রহণ করা হয়েছে ৩১.৭৬ হেক্টর জমি।

এই তিনটি রাস্তাই আইটিবিপির বেস ক্যাম্পকে চিন সীমান্তের সঙ্গে জুড়ছে। ফলে যাতায়াত অনেক সহজ হবে। এই তিন রাস্তার মাধ্যমে সেনাদের কাছে খাবার, জল, অস্ত্র দ্রুত পৌঁছে দেওয়া যাবে। বর্ডার রোড অর্গানাইজেশনের প্রধান ইঞ্জিনিয়ার বিমল গোস্বামী জানান, “হেলিকপ্টারের সাহায্যে ভারি মেশিন আনা হচ্ছে। মুনসিয়ারি-বাগদিয়ার-মিলাম রোডের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে।”

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...