অভিযোগ বর্ণবৈষম্যের, ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ এখন ‘গ্লো অ্যান্ড লাভলি’‌

সম্প্রতি আমেরিকার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই বর্ণবৈষম্য নিয়ে উত্তাল গোটা বিশ্ব। বর্ণবৈষম্যমূলক অভিযোগের আঁচ লেগেছিল ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র বিরুদ্ধে। এই প্রোডাক্টির সঙ্গে জড়িয়ে ছিল ‘ফেয়ারনেস’, ‘হোয়াইটনিং’ ‘লাইটনিং’-এর মতো শব্দ।

এই বিতর্কের কারণেই হিন্দুস্তান ইউনিলিভার ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দটি বাদ দিল। এবং নতুন নাম রাখা হলো ‘‌গ্লো অ্যান্ড লাভলি’‌। হিন্দুস্থান ইউনিলিভার জানিয়েছে, সংস্থার যে ছেলেদের ক্রিমটি রয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে, ‘‌গ্লো অ্যান্ড হ্যান্ডসাম।’

Previous article“করোনা ছড়াতে এসেছেন রাজু”- বিস্ফোরক অভিযোগ রবীন্দ্রনাথের
Next article“কাউকে বলে নয়, সময় মতোই বদলা নেবো”! হুঙ্কার দিলীপের