Friday, January 9, 2026

দেশে দ্রুত আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করতে তৎপর কেন্দ্র

Date:

Share post:

ভারতে আন্তর্জাতিক র বিমান পরিষেবা শুরু করা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র ৷ তবে এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরবিন্দ সিং জানিয়েছেন, এই বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে দফায় দফায় আলোচনা চালানো হচ্ছে ৷ যাতে দ্রুত দেশে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করা যায় সেই বিষয়েই চেষ্টা চলছে ৷ চলতি মাসের মাঝামাঝি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ দ্রুত ভারত থেকে বিদেশের বিভিন্ন রুটেও যাত্রীবাহী বিমান পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে ৷
প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন দেশ আন্তর্জাতিক রুটের উড়ান তালিকা প্রকাশ করেছে ৷ ১ জুলাই থেকেই ১৫টি দেশের মধ্যে বিমান চলাচল শুরুও হয়েছে ৷ যদিও সেই তালিকায় নেই ভারত ৷
জানা গিয়েছে, এই তালিকা ইউরোপিয়ন ইউনিয়ন ১৪দিন অন্তর রিভিউ করে ৷ তাই আগামী দিনে ভারতের ইউরোপগামী বিমানের রুটের তালিকায় জায়গা পেতে খুব বেশি সমস্যা হবে না ৷ ১০০ দিনের বেশি ভারতে আন্তর্জাতিক উড়ান ওঠানামা বন্ধ রয়েছে ৷ যদিও আন্তর্জাতিক উড়ানের চাহিদা যথেষ্ট ৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব, কয়েকটি দেশের মধ্যে যাতে ভারত থেকে বিমান চলাচল শুরু করা যায় , সেই চেষ্টাই চালানো হচ্ছে৷
ইউরোপের মধ্যে একাধিক দেশ ১৫ জুনের পর থেকে আন্তঃ ইউরোপ সীমান্ত খুলে দিয়েছে যাতে ছুটি কাটানো সহ বিভিন্ন প্রয়োজনে বিমানযাত্রা করা যায়। সুইডেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, হল্যান্ড এবং স্লোভেনিয়া ইউরোপিয় ইউনিয়নের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে । জার্মানি, হাঙ্গেরি, রোমানিয়া ও ফিনল্যান্জের মতো দেশগুলি আংশিক পরিষেবা চালু করেছে । লুৎফহানসার মত বিমান সংস্থা জুন মাস থেকে সপ্তাহে ৩৬০০ বিমান চালাচ্ছে । এ ছাড়া লুফৎহানসা গোষ্ঠীভুক্ত সুইস এবং ইউরোউইংস ৭০টি আন্তর্জাতিক বিমান চালাচ্ছে ।
এশিয়ায় কাতার এয়ারওয়েজ জুনের মাঝামাঝির আগেই ম্যানিলা, নাইরোবি ও আম্মানের মত ৫০টির বেশি জায়গায় বিমান চলাচল শুরু করেছে। তারা একই সঙ্গে আশাপ্রকাশ করেছে এ মাসের শেষে ইউরোপের ২৩টি, আমেরিকার ৪টি, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ২০টি ও অশিয়া প্যাসিফিকে ৩৩টি – মোট ৮-টি জায়গায় বিমান চালানো সম্ভব হবে।

spot_img

Related articles

বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন আপনি! শর্মিলাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

এবার পথকুকুর মামলায় শর্মিলা ঠাকুরকে কড়া ভাষায় ভর্ৎসনা করলো দেশের শীর্ষ আদালত (Supreme Court)। বুধবার থেকে বিচারপতি বিক্রম...

জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ! পেনড্রাইভ ফাঁস করে দেব, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই: হুঁশিয়ারি মমতার

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার,...

মাঠ পরিষ্কারের কাজ সম্পূর্ণ, আইএসএলের আগে ছন্দে ফিরবে যুবভারতী?

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। মেসি কাণ্ডের বিশৃঙ্খার ঘটনা ভুলে ধীরে ধীরে ছন্দে ফিরছে যুবভারতী(Yubha bharati )। পুলিশের...

ধোপে টিকল না ইডি-র আবেদন: প্রধান বিচারপতি বদল করলেন না মামলার দিন-বিচারপতি

বিচারপতি মামলা নতুন দিন নির্ধারণ করে দেওয়ার পরে আবার সেই মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ...