Monday, November 10, 2025

দেশে দ্রুত আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করতে তৎপর কেন্দ্র

Date:

Share post:

ভারতে আন্তর্জাতিক র বিমান পরিষেবা শুরু করা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র ৷ তবে এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরবিন্দ সিং জানিয়েছেন, এই বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে দফায় দফায় আলোচনা চালানো হচ্ছে ৷ যাতে দ্রুত দেশে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করা যায় সেই বিষয়েই চেষ্টা চলছে ৷ চলতি মাসের মাঝামাঝি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ দ্রুত ভারত থেকে বিদেশের বিভিন্ন রুটেও যাত্রীবাহী বিমান পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে ৷
প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন দেশ আন্তর্জাতিক রুটের উড়ান তালিকা প্রকাশ করেছে ৷ ১ জুলাই থেকেই ১৫টি দেশের মধ্যে বিমান চলাচল শুরুও হয়েছে ৷ যদিও সেই তালিকায় নেই ভারত ৷
জানা গিয়েছে, এই তালিকা ইউরোপিয়ন ইউনিয়ন ১৪দিন অন্তর রিভিউ করে ৷ তাই আগামী দিনে ভারতের ইউরোপগামী বিমানের রুটের তালিকায় জায়গা পেতে খুব বেশি সমস্যা হবে না ৷ ১০০ দিনের বেশি ভারতে আন্তর্জাতিক উড়ান ওঠানামা বন্ধ রয়েছে ৷ যদিও আন্তর্জাতিক উড়ানের চাহিদা যথেষ্ট ৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব, কয়েকটি দেশের মধ্যে যাতে ভারত থেকে বিমান চলাচল শুরু করা যায় , সেই চেষ্টাই চালানো হচ্ছে৷
ইউরোপের মধ্যে একাধিক দেশ ১৫ জুনের পর থেকে আন্তঃ ইউরোপ সীমান্ত খুলে দিয়েছে যাতে ছুটি কাটানো সহ বিভিন্ন প্রয়োজনে বিমানযাত্রা করা যায়। সুইডেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, হল্যান্ড এবং স্লোভেনিয়া ইউরোপিয় ইউনিয়নের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে । জার্মানি, হাঙ্গেরি, রোমানিয়া ও ফিনল্যান্জের মতো দেশগুলি আংশিক পরিষেবা চালু করেছে । লুৎফহানসার মত বিমান সংস্থা জুন মাস থেকে সপ্তাহে ৩৬০০ বিমান চালাচ্ছে । এ ছাড়া লুফৎহানসা গোষ্ঠীভুক্ত সুইস এবং ইউরোউইংস ৭০টি আন্তর্জাতিক বিমান চালাচ্ছে ।
এশিয়ায় কাতার এয়ারওয়েজ জুনের মাঝামাঝির আগেই ম্যানিলা, নাইরোবি ও আম্মানের মত ৫০টির বেশি জায়গায় বিমান চলাচল শুরু করেছে। তারা একই সঙ্গে আশাপ্রকাশ করেছে এ মাসের শেষে ইউরোপের ২৩টি, আমেরিকার ৪টি, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ২০টি ও অশিয়া প্যাসিফিকে ৩৩টি – মোট ৮-টি জায়গায় বিমান চালানো সম্ভব হবে।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...