Friday, November 7, 2025

হাওয়া অফিসের পূর্বাভাস: আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ গোটা রাজ্য

Date:

Share post:

উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে তা ছিল ছিটেফোঁটা। বরং, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হয়েছে। এবার উত্তরবঙ্গের পাশাপাশি শনি ও রবিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে শনি ও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েকটি জেলাতে। বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভালোরকম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পাশাপাশি সোম ও মঙ্গলবারে সামান্য ঝোড়ো হাওয়াও বইতে পারে ।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় আজ, শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও জারি থাকবে। কিছুকিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৪.৬ মিমি।

অন্যদিকে, আজ শনিবারও অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও মাঝারি বৃষ্টিপাত হবে।

spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...