বদলে গেলো শিয়ালদহ স্টেশনের সব প্ল্যাটফর্মের নম্বর

শিয়ালদহ স্টেশনের সব প্ল্যাটফর্মের নম্বর বদলে গেলো৷ দেওয়া হলো নতুন নম্বর। এখন থেকে শিয়ালদহ উত্তর, দক্ষিণ ও মেন শাখায় প্ল্যাটফর্মের সংখ্যা দাঁড়াল পর পর ২১। একই নম্বরে দুটো প্ল্যাটফর্ম আর থাকছে না৷ ইতিমধ্যেই দেওয়া হয়েছে প্ল্যাটফর্মে। ইলেক্ট্রনিক্স ডিসপ্লে বোর্ডে

নতুন নম্বর ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে।স্বাভাবিক রেল পরিষেবা চালু হলে নয়া প্ল্যাটফর্ম নম্বরই ব্যবহার করতে হবে যাত্রীদের।

এতদিন শিয়ালদহ স্টেশনে ২১টি প্ল্যাটফর্ম থাকলেও নম্বর থাকত ১৪এ পর্যন্ত। ৪ ও ৪এ শিয়ালদহ উত্তর শাখায়, শিয়ালদহ মেন শাখায় ৯, ৯ এ, ৯বি, ৯সি ও শিয়ালদহ দক্ষিণ শাখায় ১০ ও ১০এ, ১৪ ও ১৪এ
প্ল্যাটফর্ম নিয়ে যাত্রীদের সমস্যা হচ্ছিলো। লকডাউনে ট্রেন চলাচল বন্ধ থাকার সুযোগে পরপর ক্রমিক অনুযায়ী সব প্ল্যাটফর্মের নম্বর দেওয়া হল।

এবার থেকে নয়া নম্বর অনুযায়ী, শিয়ালদহ উত্তর শাখায় ১এ প্ল্যাটফর্ম পরিচিত হবে ১ নং প্ল্যাটফর্ম হিসেবে। ১ পরিচিত হবে ১এ হিসেবে। ২ হল ২ হিসেবে,
৩ হল ৩,
৪ হল ৪
৪এ হল ৫
৫ হল ৬,
৬ হল ৭,
৭ হল ৮,
৮ হল ৯,
৯ হল ১০,
৯সি হল ১১,
৯বি হল ১২,
৯এ হল ১৩
৯ডি (ইয়ার্ড প্ল্যাটফর্ম) হল ১৪ নম্বর।

শিয়ালদহ দক্ষিণ শাখায় বাকি প্ল্যাটফর্ম হবে ১৫ থেকে ২১ অবধি। শিয়ালদহ উত্তর শাখায় থাকবে ৫ নম্বর প্ল্যাটফর্ম, শিয়ালদহ মেন শাখায় থাকবে ৯ নম্বর প্ল্যাটফর্ম ও শিয়ালদহ দক্ষিণ শাখায় থাকবে ৭ প্ল্যাটফর্ম।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন, “অফিস ফেরত নিত্যযাত্রীদের তাড়াহুড়োর সময় অসুবিধা হত। এবার সেই সমস্যা আর থাকলো না। ক্রমিক নম্বর থাকায় সহজেই বুঝে যেতে পারবেন সকলে।” ইতিমধ্যেই প্ল্যাটফর্মে নতুন নম্বর বসে গেছে। ডিসপ্লে বোর্ডেও বসে গেছে। এখন পাবলিক অ্যাড্রেস সিস্টেমে নতুন ডেটা বসানোর কাজ চলছে।

Previous articleকরোনা মোকাবিলায় শহরের ১৯টি এলাকা চিহ্নিত করে কড়া পদক্ষেপ প্রশাসনের
Next articleহাওয়া অফিসের পূর্বাভাস: আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ গোটা রাজ্য