Friday, January 9, 2026

বিজেপি’র সেই সোমনাথের বিরুদ্ধে এবার টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ

Date:

Share post:

আরও বিপাকে বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়৷

নারীঘটিত কেলেঙ্কারিতেই শেষ নয়, এবার বিজেপি দক্ষিণ কলকাতার বিদায়ী সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ লক্ষ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ উঠলো৷

মৃনালকান্তি দাস নামে বিজেপি’রই এক সংগঠক সোমনাথের বিরুদ্ধে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। সোমনাথের বিরুদ্ধে ৬ লক্ষ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ এনেছেন মৃণালবাবু৷

একইসঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তাঁর অভিযোগ, “সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের
সব ঘটনা দফায় দফায় দিলীপ ঘোষকে জানানোর পরও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেন নি সভাপতি।”

হরিদেবপুর থানায় লিখিত অভিযোগে মৃনালকান্তি দাস আরও লিখেছেন “১১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলো সোমনাথ। আমার থেকে সেই সময় ২ লক্ষ টাকা নেয় ।পরবর্তী সময়ে আরও ৪ লক্ষ টাকা নেয়।”
অভিযোগে বলা হয়েছে, মৃণালের ফাঁকা জমিতে বাড়ি তৈরির বরাত দেওয়া হয়েছিল সোমনাথকে ।কিন্তু তার পরও সে টাকা ফেরত দেয়নি সোমনাথ । মৃণালের অভিযোগ, রাজ্য নেতারা সব জানলেও ব্যবস্থা নেয়নি সোমনাথের বিরুদ্ধে । এমনকী দিলীপের কাছে ৩টি চিঠিও লেখেন মৃনাল। তাঁর অভিযোগ সব জেনেও চুপ ছিলেন রাজ্য সভাপতি, বলছেন অভিযোগকারী।

প্রসঙ্গত, সোমনাথের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ জমা পড়ে হরিদেবপুর থানায়।তার জেরে জেলা সভাপতি পদ থেকে সোমনাথকে সরিয়ে দেয় বঙ্গ-বিজেপি। এরই মধ্যে দলের পুরোনো দিনের সক্রিয় সদস্য মৃনাল কান্তি দাসের এই অভিযোগ৷

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...