Tuesday, December 2, 2025

টাকা দিতে অপারগ রোগীর পরিবার, ট্র্যাকশন খুলে ক্ষোভ উগরে দিলেন আয়া

Date:

Share post:

রোগীর পরিবারের কাছে টাকা দাবি করেছিলেন তিনি। কিন্তু সেই দাবি মেটেনি। তাই অপারেশনের পর টেনে হিঁচড়ে খুলে দেওয়া হলো রোগীর পায়ের ট্র্যাকশন। তাতে যন্ত্রণায় কাতরাতে থাকেন রোগী। যদিও কর্ণপাত করেননি অভিযুক্ত আয়া। ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই ওই আয়াকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।

গাছ থেকে পড়ে গিয়ে বাঁ পা ভেঙে গিয়েছিল বর্ধমান ১ নম্বর ব্লকের সিজেপাড়ার বাসিন্দা সেখ আনোয়ারের। এরপর তাঁকে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তৎক্ষণাৎ তাঁর অপারেশন করা হয়। এরপর সিবিএস মেল ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। অপারেশন হওয়া পা ট্র‍্যাকশন দিয়ে ঝুলিয়ে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই ওয়ার্ডের আয়া মানা মহন্ত তা লাগিয়ে দেন। এই কাজের জন্য রোগী পরিবারের থেকে ২০০ টাকা দাবি করেন তিনি।

তবে হতদরিদ্র ওই পরিবার সেই দাবি মেটাতে পারেনি। শুরু হয় বচসা। শেষমেষ ১০০ টাকা দিতে রাজি হন পরিবারের সদস্যরা। কিন্তু তাতেও রাজি হননি ওই আয়া। ক্ষোভ উগরে দিতে রোগীর অপারেশন হওয়া পা থেকে টেনে হিঁচড়ে ট্র্যাকশন খুলে দেব তিনি। ঘটনায় রোগীর ভাই শেখ রাজু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রবীর সেনগুপ্ত জানান, “রোগীর সঙ্গে এই আচরণ সত্যি দুর্ভাগ্যজনক। আমরা অভিযুক্ত আয়াকে সাসপেন্ড করেছি।’’ এদিকে মঙ্গলবার অভিযুক্ত আয়া মানা সামন্ত হাসপাতালে যান ক্ষমা চাইতে। যদিও কোনও আধিকারিকের সঙ্গে তাঁর দেখা হয়নি।

spot_img

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...