পেট্রোপণ্য-এর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ফিরহাদের

পেট্রোপণ্য-র আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নামলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ, বুধবার খিদিরপুরে তৃণমূল কর্মীদের এই অবস্থান-বিক্ষোভে নেতৃত্ব দিলেন ফিরহাদ। তিনি জানিয়েছেন, গত কয়েকদিনে পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার বৃদ্ধি পেয়েছে। যা মারাত্মক। বাদ পড়েনি কেরোসিন তেলও। সেই সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়ছে। এই কঠিন সময়ে কেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তার জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে।

শুধু তাই নয়, পাশাপাশি রেল ও কোল ইন্ডিয়াকে বেসরকারিকরণ করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিরহাদ হাকিম।

Previous articleবিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বেহালার বেসরকারি স্কুলের অভিভাবকরা
Next articleটাকা দিতে অপারগ রোগীর পরিবার, ট্র্যাকশন খুলে ক্ষোভ উগরে দিলেন আয়া