Saturday, November 15, 2025

দিলীপ তোমার মাস্ক কোথায়? প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

বরাবরই রাজ্য সরকারের সমালোচনায় সরব বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সরকারের যেকোনও সিদ্ধান্ত নিয়ে তিনি বিরূপ মন্তব্য করে থাকেন। ব্যতিক্রম নয় লকডাউন নিয়ে সরকারি সিদ্ধান্তের বিষয়। যদিও কনটেই নমেন্ট জোনে লকডাউন করার বিষয়টিকে তিনি সমর্থন জানিয়েছেন। তবু রাজ্য সরকারের সমালোচনা করতে ছাড়েননি। বিজেপি রাজ্য সভাপতি কড়া লকডাউন পালনের কথা বলেছেন। কিন্তু তৃণমূল প্রশ্ন তুলেছে আপনার মাস্ক কোথায়? প্রশ্নটা এসছে তার প্রাতঃভ্রমণের ভিডিও ফুটেজ দেখে।

মঙ্গলবার

নিউটনের নতুন বাড়িতে যাওয়ার পর থেকে তাঁর প্রাতঃভ্রমণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কারণ, প্রথমদিন তার প্রাতঃভ্রমণে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল দিলীপ ঘোষকে। সে জল গড়িয়ে ছিল অনেকদূর।

বুধবার

এরপরের থেকে বিভিন্ন জায়গায় প্রাতঃভ্রমণ করছেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু যিনি লকডাউনের নিয়ম মানার নিদান দিচ্ছেন, সকালে দেখা যাচ্ছে তাঁর মুখে মাস্ক নেই। অনেককে একসঙ্গে দাঁড় করিয়ে যোগব্যায়াম করাচ্ছেন তিনি। কিন্তু সে ক্ষেত্রে তাঁর মাস্ক নেই। তার দেখাদেখি বাকিদের মুখেও মাস্ক নেই। এমনকী যোগ ব্যায়ামের পর যখন টুকিটাকি তুলে দিচ্ছেন নিজের ব্যায়ামে সঙ্গীদের হাতে, তখনও কারও মুখে নেই মাস্ক, হাতে নেই গ্লাভস।
অথচ যখন সংবাদমাধ্যমের সামনে আসছেন, তখন মুখে মাস্ক এঁটে নিচ্ছেন দিলীপ ঘোষ। আর এই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

বৃহস্পতিবার

যিনি নিজে সরকারের বিরুদ্ধে কড়া নিয়ম পালনে অনীহার অভিযোগ তুলেছেন, তিনি নিয়ম মানছেন কোথায়? সরকার প্রাতঃভ্রমণে অনুমতি দিয়েছে ঠিকই কিন্তু সেটা মাস্ক ছাড়া একথা কখনোই বলেনি।

শুধু তাই নয়, বর্তমানে রাজ্য সরকার যে নির্দেশ জারি করেছে তাতে বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরতেই হবে। না পরলে পুলিশ সে ব্যক্তিকে বাড়ি পাঠিয়ে দেবে। এরপরেও বেশ কিছু লোক নিয়ে মাস্ক ছাড়া যোগব্যায়াম করছেন কী করে? প্রশ্ন তুলেছে শাসকদল।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...