লকডাউনের জেরে আর্থিক সমস্যায় পড়েছেন বহু মানুষ। এই সংখ্যা নেহাত কম। এবার আর্থিক অনটনের জেরে গাড়ি বিক্রি করতে চাইছেন ভারতের দ্রুততম মহিলা অ্যাথলিট দ্যুতি চন্দ।

গত এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটারে সোনাজয়ী মহিলা অ্যাথলিট তিনি। দিনকয়েক আগে গাড়ি বিক্রির কথা জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেন দ্যুতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন পেয়েছেন তিনি। দ্যুতি বলেন, ‘‘অলিম্পিক্সে প্রস্তুতির জন্য নিজের বিএমডব্লিউ গাড়ি বিক্রি করব বলে ভেবেছি। সেই কারণে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলাম। এরপর একাধিক ফোন পেয়েছি। গাড়িটা কিনতে চান। কেউ আবার গাড়ি বিক্রি না করার পরামর্শ দিচ্ছেন। সারাদিন এই ফোন ধরতে গিয়ে হাফিয়ে উঠেছি।’’