Sunday, November 16, 2025

তদন্ত শেষের আগেই মুখ্যমন্ত্রী কীভাবে বলছেন বিধায়ক আত্মঘাতী ? প্রশ্ন বিরোধীদের

Date:

Share post:

বিজেপি প্রথম থেকেই CBI তদন্তের দাবি জানালেও হেমতাবাদের বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য সরকার তুলে দেয় রাজ্য গোয়েন্দা বিভাগ CID-র হাতে। এ রাজ্যে CID সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে৷

রাজ্য গোয়েন্দা বিভাগও প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজে নেমে পড়ে৷ প্রাথমিক ভাবে জেলা পুলিশ জানিয়েছে, বিধায়কের জামার পকেটে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেই নোটে দুই ব্যক্তির নাম রয়েছে এবং তাদেরকেই মৃত্যুর জন্য দায়ী করেছেন বিধায়ক দেবেন্দ্রনাথ রায়।
সেই নোটে যে দুই ব্যক্তির নাম উল্লেখ আছে, তার একজনকে CID গ্রেফতারও করেছে৷ আরও একাধিক সন্দেহভাজনকে জেরা করছেন গোয়েন্দারা৷

মোটের উপর তদন্ত চলছে৷ হেমতাবাদের বিধায়ক খুন হয়েছেন, না’কি আত্মঘাতী হয়েছেন, CID এখনও সেই রিপোর্ট পেশ করেনি৷ ফলে বিভাগীয় কর্তাদের হাত ঘুরে স্পর্শকাতর এই ঘটনার তদন্ত রিপোর্ট এখনও মুখ্যমন্ত্রীর হাতেও পৌঁছায়নি৷

এদিকে রাজ্যের বিরোধী দলগুলি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত যখন এখনও শেষ হয়নি, CID যখন এখনও জানায়নি, এটি খুন না আত্মহত্যা, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কিসের ভিত্তিতে বুধবার সরাসরি রাষ্ট্রপতিকে জানালেন, “বিধায়ক খুন হননি, অপপ্রচার চলছে৷
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, এটা একটা সম্ভাব্য আত্মহত্যার ঘটনা এবং স্থানীয় আর্থিক লেনদেনের সঙ্গে এর যোগ থাকতে পারে।’’

প্রশ্ন উঠেছে, খোদ পুলিশমন্ত্রীই যদি CID তদন্ত শেষ হওয়ার আগেই এটিকে আত্মহত্যার ঘটনা বলে রাষ্ট্রপতিকে জানান, তাহলে তদন্তের আর দরকার কী? তাছাড়া খোদ মুখ্যমন্ত্রী যখন এটিকে ‘আত্মহত্যার ঘটনা’ বলছেন, তখন CID কোন সাহসে অন্য রিপোর্ট দেবে ?
তদন্ত শেষ না হতেই মুখ্যমন্ত্রী তদন্তের রিপোর্ট কী হবে, তা স্থির করে দিলেন বলেও চর্চা শুরু হয়েছে বিরোধী রাজনৈতিক শিবিরে৷

spot_img

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...