দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে ‘RO ওয়াটার পিউরিফায়ার’, নোটিশ গ্রিন ট্রাইব্যুনালের

দেশে নিষিদ্ধ হতে চলেছে ‘RO ওয়াটার পিউরিফায়ার’৷

চলতি বছরেই এই ধরনের ওয়াটার পিউরিফায়ার নিষিদ্ধ করার জন্য নোটিশ জারি করেছে NGT বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। NGT-র চেয়ারপার্সন বিচারপতি আদর্শকুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ এই মর্মে পরিবেশ ও বনমন্ত্রককে নির্দেশ দিয়েছে। জনস্বাস্থ্য এবং পরিবেশের কথা মাথায় রেখে অনেক আগেই NGT এই নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর করার জন্য চলতি বছরের জানুয়ারিতে বনমন্ত্রক ৪ মাস সময় চায়। কিন্তু লকডাউনের কারণে ওই ব্যাপারে কিছু করা যায়নি। সে কারণেই নির্ধারিত সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। NGT-র রিপোর্ট অনুযায়ী, RO পিউরিফায়ার জল থেকে বিষাক্ত ও অপকারী খনিজগুলি পরিশুদ্ধ করতে পারে৷ কিন্তু ওই প্রক্রিয়ায় মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় এমন অনেক খনিজও পরিশোধনের কারণে বেরিয়ে যায়। তাছাড়া পরিশোধন প্রক্রিয়ায় প্রচুর জলও অপচয় হয়। RO পিউরিফায়ারের সেই জল পরিশোধন প্রক্রিয়া নিয়েই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতে জনস্বাস্থ্য এবং জল অপচয়ের বিষয়কে গুরুত্ব দিয়েই NGT এই ধরনের পিউরিফায়ার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়৷

Previous articleস্বাধীনতা দিবসে অভিনব ফটোগ্রাফি প্রতিযোগিতা ডাকবিভাগের
Next articleতদন্ত শেষের আগেই মুখ্যমন্ত্রী কীভাবে বলছেন বিধায়ক আত্মঘাতী ? প্রশ্ন বিরোধীদের