Sunday, August 24, 2025

আচার্য-উপাচার্যদের বৈঠকের অনুমতি নেই: ধনকড়কে জবাব শিক্ষা দফতরের

Date:

Share post:

রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে সরাসরি উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকের কোনও অনুমতি দেয়নি রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের আইনেই এর উল্লেখ রয়েছে। রাজ্যপালের অভিযোগের জবাবে জানাল শিক্ষা দফতর। রাজ্যপালের অভিযোগের জবাবে শিক্ষা দফতর জানায়, বিশ্ববিদ্যালয় ও আচার্যের মধ্যে যোগাযোগটা রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে। এক্ষেত্রে শিক্ষা দফতর মারফৎ যোগাযোগ করতে হবে।

পাশাপাশি, আচার্যের কোন সচিবালয় থাকতে পারে না বলে জানিয়েছে শিক্ষা দফতর। এটিও বিশ্ববিদ্যালয়ের ওই আইনের 8(5) নম্বর ধারায় রয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনও অভিযোগ থাকলে রাজ্যপাল তথা আচার্যকে সেটি শিক্ষা দফতরে জানাতে হবে। তারাই বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেবে। রাজ্যপালের অভিযোগের জবাবে একথা জানাল রাজ্য শিক্ষা দফতর। একই সঙ্গে তারা জানিয়েছে, রাজ্যপালের এই ধরনের অভিযোগে তারা বিস্মিত।

জগদীপ ধনকড় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই আচার্য হিসেবে তাঁর ভূমিকা অসন্তুষ্ট রাজ্য সরকার। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে তাঁর মনোমালিন্য প্রকাশ্যে এসেছে। এই প্রেক্ষিতে বুধবার রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন রাজ্যপাল। কিন্তু সেখানে কোনও উপাচার্য উপস্থিত থাকেনি। এই এই ঘটনাকে অত্যন্ত অপমানজনক বলে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই বিষয়ে শিক্ষা দফতরকে জবাবদিহিও করেন তিনি। টুইট করে রাজ্যপালের অভিযোগের জবাব দিল রাজ্যের শিক্ষা দফতর।

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...