Monday, January 12, 2026

মহামারি আবহে অভিনব কায়দায় মানবিক হওয়ার বার্তা ‘চুঁচুড়া আরোগ্য’র

Date:

Share post:

মারণ ভাইরাসের কোপ পড়লেই প্রতিবেশীদের তিরস্কারের অভিযোগ সামনে আসছিল। এমনকী আক্রান্তদের বাড়িতে ইট-পাটকেল ফেলার অভিযোগ উঠে এসেছে। দিন কয়েক আগে এই ঘটনা ঘটতে রাতের ঘুম উড়েছিল ‘চুঁচুড়া আরোগ্য’র পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্তর। প্রাথমিকভাবে চুঁচুড়া থানায় খবর দিয়ে কোনওরকমে পরিস্থিতি সামলেছিলেন তিনি। কিন্তু পাকাপাকি ভাবে সমস্যা সমাধান করার জন্য উঠে পড়ে লাগেন ইন্দ্রজিৎ দত্ত। মানবিক হওয়ার বার্তা দিতে অভিনব প্রয়াস সৃষ্টি করে ফেলেন। চিত্রনাট্যের মাধ্যমে মানুষকে সচেতন করতে উদ্যোগী হন তিনি।

ইন্দ্রজিৎ দত্তের কথা মতো গোটা আরোগ্যর স্বেচ্ছেসেবকরা যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমে পড়েন। আরোগ্যর সদস্য অরিজিত দাস গল্প লিখে ফেলেন। শুক্রবার দুপুরের পর থেকে সেই গল্প নিয়েই শুরু হয় মহড়া। আরোগ্য অফিসে মঞ্চস্থ হয় গোটা নাটক। তা রেকর্ডিং করা হয়। শুক্রবার গভীর রাত পর্যন্ত বসে এডিটিং হয় নাটকটি।

রবিবার সেই নাটকেরই আনুষ্ঠানিক প্রকাশ হয়। এদিন হুগলি-চুঁচুড়া পুরসভার সভাকক্ষে এই অনুষ্ঠানে আরোগ্যর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন পুরপ্রশাসক গৌরিকান্ত মুখোপাধ্যায়, চুঁচুড়া থানার আই.সি প্রদীপ দাঁ সহ বিশিষ্টজনেরা। সামাজিক দূরত্ব বজায় রেখে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পর্দায় ১৫মিনিট দৈর্ঘ্যের এই উপস্থাপনা দেখে যথেষ্ট উৎসাহ প্রকাশ করেন চুঁচুড়া থানার আধিকারিক প্রদীপ দাঁ। শহরের বিভিন্ন প্রান্তে এই নাটক টেলিভিশনের মাধ্যমে দেখানোর প্রতিশ্রুতি দেন পুরপ্রশাসক গৌরিকান্ত মুখোপাধ্যায়। ইন্দ্রজিৎ দত্ত বলেন, “এই ভাইরাসকে হারাতে মানুষকে যেমন সচেতন হতে হবে, তেমনই মানবিকও হতে হবে।”

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...