প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস, ভাসছে উত্তরবঙ্গ

টানা বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত উত্তরবঙ্গ । পাহাড়ে ধস। ক্ষতিগ্রস্ত দার্জিলিংয়ের রিমবিক লোধামা লিঙ্ক রোড। বিপাকে পড়েছেন স্থানীয়রা। চলছে লকডাউন, তারই মধ্যে বর্ষা শুরু হতেই ইলামবাজার-জয়দেব সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে । দুবরাজপুর-পানগড় রোডেরও একই হাল। দুপুর দেড়টা নাগাদ বর্ধমানে প্রবল বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলে তড়িঘড়ি করে কাজ সেরে দলবেঁধে বাড়ির উদ্যেশ্যে রওনা দেন সবাই । পথের মধ্যেই আচমকা বাজ পড়লে ঘটনাস্থলে ২ জন মারা যান। বাকিরা গুরুতর ভাবে জখম হন।
দক্ষিণবঙ্গের একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়া, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় বৃষ্টিতে ভাসছে । বীরভূম, মুশিদাবাদ, হাওড়া, উঃ ২৪ পরগনাতেও বৃষ্টি কমবেশি বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় । এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

Previous articleমহামারি আবহে অভিনব কায়দায় মানবিক হওয়ার বার্তা ‘চুঁচুড়া আরোগ্য’র
Next articleএখন থেকে এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন