করোনা হাসপাতালের বিএমওএইচ পদে রয়েছে ভাই। তারই খেসারত দিতে হলো দাদাকে। দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর ১ নম্বর ব্লক হাসপাতালে চিকিৎসা করছেন সৈকত বসু নামে ওই চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসায় করায় প্রথম থেকে একটি হোটেলে থাকতেন ওই চিকিৎসক। কিন্তু লকডাউন এর মেয়াদ দীর্ঘদিন হওয়ায় বর্তমানে রাতে বাড়ি ফিরে একটি আলাদা ঘরে পরিবার থেকে দূরেই থাকেন তিনি। সংক্রমণের ঝুঁকি এড়াতেই এই সাবধানতা অবলম্বন করেন তিনি । ওই একই বাড়িতে থাকেন তার দাদা সুদীপ্ত বসু। যেহেতু ওই চিকিৎসক করোনা রোগীদের চিকিৎসা করছেন , তাই প্রতিবেশীদের যাবতীয় রোষের শিকার এখন ওই পরিবার। প্রতিবেশীরা তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়ায় তারা বাড়ির বাইরে বের হতে পারছেন না। এমনকি তার দাদা বাইরে বেরোলে প্রতিবেশীরা তাকে বেধড়ক মারধর করে, রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। অভিযোগ, চিকিৎসকের বৃদ্ধ বাবা-মাও প্রতিবেশীদের গালিগালাজ থেকে বাদ যায়নি। ইতিমধ্যেই সরশুনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে।
