আইকোরকাণ্ডে জামিন পেলেন সুমন চট্টোপাধ্যায়

এক বছর সাত মাস বন্দি থাকার পর আইকোর মামলায় জামিন পেলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। বুধবার সুপ্রিম কোর্ট এই জামিন মঞ্জুর করেছে। সুমন এখন ভুবনেশ্বরে বন্দি। হাসপাতালে আছেন। তবে এই জামিনেই তিনি বন্দিদশা থেকে বেরতে পারছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। কারণ দ্বিতীয় একটি মামলার প্রডাকশন ওয়ারেন্ট জারি হয়ে আছে বলে খবর। ফলে সেটি থেকে জামিন না হওয়া পর্যন্ত বা আদালত সেটিকে অকার্যকরী চিহ্নিত না করা পর্যন্ত সুমনবাবু বন্দিদশা থেকে বেরনো কঠিন বলে আইনজ্ঞদের ধারণা। তবে এবিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি।

Previous articleওয়ার্ক ফ্রম হোম নিয়ে বড় ঘোষণা সরকারের !
Next articleভাই করোনা রোগীদের চিকিৎসা করছেন, দাদাকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রতিবেশীরা