সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম নিয়ে সরগরম হয়েছে বলিউড মহল । একের পর এক অভিনেতা-অভিনেত্রী মুখ খুলেছেন । আর এই নেপোটিজম বিতর্কে প্রথম সারিতেই যাঁর নাম উঠে এসেছে তিনি হলেন প্রযোজক-পরিচালক করণ জোহর। এবার এই প্রযোজক-পরিচালকের পাশে দাঁড়ালেন আর এক পরিচালক অনুরাগ কাশ্যপ । তিনি বলেন, “করণ জোহর মানুষের কেরিয়ার তৈরি করেন। কারও কেরিয়ার ভাঙতে পারে না।”

করণ জোহর ও অনুরাগ কাশ্যপ জুটি বেঁধে একাধিক ছবি করেছেন। বম্বে ভেলভেট, লাস্ট স্টোরিজ, ঘোস্ট স্টোরিজ প্রমুখ। অনুরাগ বলেন,”দশ বছর আগের বলিউড আর বর্তমান বলিউডের মধ্যে অনেক ফারাক। দশ বছর আগের যশরাজ ফিল্মস আর এখন যশরাজ ফিল্মসের মধ্যে বিস্তর বদল এসেছে। আপনি যদি মনে করেন যশরাজ ফিল্মস বা ধর্মা থেকে বিরতি নেবেন, তাহলে বাইরে বড় লাইন।”

করণ জোহরের পাশে দাঁড়িয়ে কাশ্যপ আরও বলেন, “করণ জোহর একজনকে ছবিতে সুযোগ দিয়ে তাঁর কেরিয়ার তৈরি করেন। প্রযোজকের বাইরেও, ও একজন ব্যবসায়ী। বাজারের চাহিদা বোঝেন। ও সবার কেরিয়ার তৈরি করেন, কারও কেরিয়ার ভাঙতে পারে না।”

তাঁর দাবি, “বহিরাগতরা এখন অনেক বেশী সুযোগ পাচ্ছে। দশ বছর আগেও এই প্রথা ছিল না। এখন যে বিতর্ক চলছে, সেটা দশ বছরের পুরনো। এখন সোশ্যাল মাধ্যম আছে। সেখানেই অভিনেতা-অভিনেত্রীদের পারফরম্যান্স বিচার করা হয়।”

এদিকে, বহিরাগত বিতর্ক সম্প্রতি উসকে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। তাপসী পান্নু ও স্বরা ভাস্ককে ‘বহিরাগত’ বলে নেপোটিজমের ফসল বলে সুর চড়িয়েকেন তিনি।
