Sunday, August 24, 2025

৪০ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধায়-সম্মানে উত্তম স্মরণ টালিগঞ্জে

Date:

Share post:

আজ, ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের ৪০তম মৃত্যুবার্ষিকী। আর এই দিনে তাঁকে শ্রদ্ধায়-স্মরণে সম্মান জানিয়ে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদান করলেন বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী এবং পরিচালক রাজ চক্রবর্তী-সহ আরও বিশিষ্ট মানুষজন।

এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, প্রতি বছর এই দিনে মহানায়কের মৃত্যুবার্ষিকী একটু ভালো করে পালন করা হয়। কিন্তু এ বছর এই কঠিন পরিস্থিতির মধ্যে তা ঠিকভাবে পালন করা সম্ভব হলো না। তবে সমস্তরকম সামাজিক দূরত্ববিধি মেনে এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, কলকাতা পুরসভার বিদায়ী মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, “আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন উত্তম কুমার”। ৪০ তম মৃত্যুবার্ষিকী তাঁকে শ্রদ্ধায় স্মরণ করতে হাজির ছিলেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানিয়েছেন, “এই ২৪ শে জুলাই বাংলার সাংস্কৃতিক জগতে শোকের দিন। কারণ, এই দিনে ৪০ বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। আর আজকে আমাদের ছেড়ে চলে গেলেন অমলা শঙ্কর। আজ সকালেই তিনি প্রয়াত হয়েছেন”।

পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, সামাজিক নিয়ম বিধি মেনেই আজ টালিগঞ্জ-এ মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে এবং এর পাশাপাশি তিনি জানিয়েছেন প্রতি বছর এই দিনে মহানায়ক অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু এ বছর তা সম্ভব হলো না। তবে রাজ চক্রবর্তী মনে করছেন, আগামী ফিল্ম ফেস্টিভ্যালে এই অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে। এছাড়াও আর্টিস্ট ফোরাম থেকেও উপস্থিত ছিলেন অনেকেই। তাঁরাও এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন।

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...