অনলাইন ছেড়ে স্কুলের পাঠ শুরু টেলিফোনেই, জানিয়েছে শিক্ষা দফতর

রাজ্যে ক্রমশই বাড়ছে ভাইরাস আক্রান্তের সংখ্যা। এই কারণে বন্ধ হয়েছে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে পঠন-পাঠন চালু রাখতে চলছিল অনলাইন ক্লাস। আর সেখানে সব পড়ুয়াদের অংশ নেওয়া সম্ভব হয়ে উঠছিল না। এবার তাদের কথা মাথায় রেখেই টেলিফোনের মাধ্যমে স্কুলের পাঠ শুরু করতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

দফতর সূত্রে খবর, আপাতত নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা এই সুযোগ পাবে। পরে অন্যান্য শ্রেণির জন্য এই পদ্ধতি শুরু হবে। টেলিফোনের মাধ্যমে কীভাবে শিক্ষকরা পড়াবেন, ইতিমধ্যে তার প্রশিক্ষণ শুরু হয়েছে। এই নিয়ে স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন বিভিন্ন জেলার ডিআই-দের সঙ্গে বৈঠক করেছেন। বিভিন্ন বিষয়ের জন্য আলাদা প্যানেল তৈরি হচ্ছে। টোল ফ্রি নম্বরের মাধ্যমে পড়ুয়ারা তাদের নাম, ক্লাস ও বিষয় উল্লেখ করলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এছাড়া প্রতিটি জেলার শিক্ষকরা বিষয় অনু্যায়ী প্যানেলে অন্তর্ভুক্ত থাকছেন। এক্ষেত্রে ডিআই-রা শিক্ষকদের নির্বাচন করছেন।

Previous article৪০ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধায়-সম্মানে উত্তম স্মরণ টালিগঞ্জে
Next articleমেডিক্যালে ১৭টি ভেন্টিলেটর মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে!