অসমের ডিব্রুগড়ের একটি কোয়ারেন্টিন সেন্টারে একদল করোনভাইরাস আক্রান্ত হাল্কা মেজাজে গানের সুরে তাল মিলিয়ে নাচছেন। করোনার আতঙ্ককে দূরে সরিয়ে ভিডিওতে এক ব্যক্তিকে বাঁশিতে ফুঁ দিতে দেখা যাচ্ছে। আর বাঁশির সুরেলা আওয়াজ মুগ্ধ বাকিরাও। করতালি দিয়ে এবং মুখের ভাষায় উচ্ছ্বাস ব্যক্ত করেন তাঁরা। কেউ কেউ তো সুরের ছন্দে নাচতেও শুরু করে দেন। কয়েক মুহুর্ত পরে তাঁরা গান গাইতেও শুরু করেন।

#WATCH Coronavirus patients dance and sing at a quarantine centre in Dibrugarh, Assam. (23.07.20) pic.twitter.com/SBjtIrSdks
— ANI (@ANI) July 24, 2020
ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে। তাঁরা তাঁদের মুগ্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায় ।

