করোনার প্রকোপ কমাতে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ লকডাউন দেখেছে রাজ্য। আনলক পর্বে মানুষের অফিস, রাস্তায় বেরোনো, বাসে যাতায়াতের যে অভ্যেস তৈরি হয়েছিল তাতে আচমকাই দাঁড়ি পড়েছিল বৃহস্পতিবার। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার সেই চেনা ছবি।

শুক্রবার সকাল থেকেই বাজারে উপচে পড়া ভিড়, গা ঘেঁষাঘেঁষি করে আলু-পটল-মাছ নিজের হাতে বেছে কেনা, রাস্তায় গিজগিজে লোক, ব্যস্ত পথে যানজট— সব মিলিয়ে আক্ষরিক অর্থেই এ দিন ‘আনলক-পর্ব’ পালন করেছেন রাজ্যবাসী । কলকাতা তো বটেই, জেলা শহরগুলির ব্যস্ত রাস্তাও ফের রুদ্ধ হয়েছে যানজটে। আজ, শনিবার ফের পূর্ণাঙ্গ লকডাউন রাজ্যে। আজ কতটা পালন হবে লকডাউন সেটাই দেখার! এক্ষেত্রে প্রশ্ন, সপ্তাহে দু’দিন লকডাউন করে লাভ কী হবে? যদি লকডাউনের আগের দিন লাগামছাড়া ভিড়ে যাবতীয় স্বাস্থ্যবিধি উড়ে যায়?

