Sunday, November 2, 2025

বায়ুসেনার এই অফিসারের জন্যই দ্রুত রাফাল পেল ভারত, জেনে নিন তাঁর সম্পর্কে…

Date:

Share post:

তাঁর জন্যই দ্রুত রাফাল পেল ভারত।  বায়ুসেনার হাতে যে রাফাল এসে পৌঁছেছে তার একটা বড় কৃতিত্ব দেওয়া হচ্ছে বায়ুসেনার এয়ার কমোডোর হিলাল আহমেদ রাঠেরকে৷ কাশ্মীরের বাসিন্দা তিনি। বায়ুসেনার এই অফিসারই ফ্রান্সে ভারতের এয়ার অ্যাটাশে হিসেবে নিযুক্ত রয়েছেন৷ গত একবছর ধরে নির্মাণকারী সংস্থার সঙ্গে আগাগোড়া যোগাযোগ রক্ষা করে সময়মতো রাফালের সরবরাহ নিশ্চিত করেছেন রাঠের৷ শুধু তাই নয়,ভারতীয় বায়ুসেনার প্রথম অফিসার হিসেবে রাফাল ওড়ানোর কৃতিত্বও রয়েছে তাঁর৷ এই বিষয়ে সমস্ত তথ্য সামনে আসার পরই তাঁকে কাশ্মীরের অনন্তনাগে দেওয়া হয়েছে নায়কের মর্যাদা৷


প্রসঙ্গত, ভারতীয় পরিবেশের জন্য রাফালে কী ধরনের অস্ত্র ব্যবহার করলে তা আরও কার্যকরী হবে, তা নিয়ে নির্মাণকারী সংস্থার বিশেষজ্ঞদের পরামর্শ দিয়েছেন অফিসার রাঠের৷ ভারতের হাতে আসা এই রাফালগুলিতে অন্তত ১৩টি নতুন ক্ষমতা যোগ করার ক্ষেত্রেও প্রোজেক্ট ম্যানেজমেন্ট টিমের সঙ্গে তিনি যোগাযোগ রেখে পুরো বিষয়টি সম্পন্ন করেছেন ৷ রাফাল ওড়ানো ও তাতে জ্বালানি ভরার জন্য ভারতীয় বায়ুসেনার পাইলট এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণও চলছে তাঁরই তত্ত্বাবধানে।

এবার জেনে নিন এই বায়ু সেনা অফিসারের কর্মজীবন সম্পর্কে:

বায়ুসেনার পাইলট হিসেবে রাঠেরের কর্মজীবনের রীতিমতো রেকর্ড রয়েছে ৷ তাঁর এত বছরের কর্মজীবনে কোনও দুর্ঘটনা ছাড়াই নিজের কর্মজীবনে প্রায় ৩০০০ ঘণ্টা মিগ ২১, মিরাজ, কিরনের মতো যুদ্ধবিমান উড়িয়েছেন তিনি৷
সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মানো রাঠেরের বাবা মহম্মদ আবদুল্লা রাঠের জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি ছিলেন৷ জম্মুর নাগরোটার সৈনিক স্কুলে পড়াশোনা করেন রাঠের৷ ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন রাঠের৷ আমেরিকার এয়ার ওয়ার কলেজ থেকেও ডিসটিংশন নিয়ে গ্র্যাজুয়েট হন রাঠের৷ ১৯৮৮ সালের ১৭ ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবে নিযুক্ত হন রাঠের৷

spot_img

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...