Friday, November 14, 2025

উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি

Date:

Share post:

উত্তর বঙ্গোপসাগরে ঘনিভূত হচ্ছে গভীর নিম্নচাপ। তার জেরে আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল   আলিপুর আবহাওয়া দফতর।নিম্নচাপের জেরে ওড়িশায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই এ রাজ্যে কলকাতা-সহ শহরতলিতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির বেগ কম হলেও এই বৃষ্টি সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সারারাত অল্প ও মাঝারি বৃষ্টি হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার । ঘন কালো অন্ধকারে ঢেকে গিয়েছে আকাশ। সকালের পরিবেশে সন্ধ্যার ছায়া। কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে জলমগ্ন হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। সতর্কতা বার্তা পাওয়ার পর, বাড়তি প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভাও। রাস্তায় যাতে জল জমে না যায়, সে কারণে পাম্পিং স্টেশনগুলিকে সচল রাখতে বলা হয়েছে। গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসলেও, দক্ষিণে তুলনায় কম বৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের মতোই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়ছিল। সোমবারও সকাল থেকেই প্যাঁচপ্যাচে গরম ছিল। রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবার বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ এবং ৫ অগস্ট দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম  মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ওই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে।

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...