Wednesday, November 12, 2025

মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলা এক নম্বরে: সোজা বাংলায় জানালেন ডেরেক ও’ব্রায়েন

Date:

Share post:

মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলা এক নম্বরে- খতিয়ান দিয়ে ‘সোজা বাংলায় বলছি’-র ষষ্ঠ এপিসোডে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। বুধবারের পর শুক্রবার তৃণমূলের ভার্চুয়াল প্রচার ‘সোজা বাংলায় বলছি’-র ষষ্ঠ পর্ব প্রচারিত হয়। সেখানে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, লোকসভায় 41% রাজ্যসভায় 31 শতাংশ তৃণমূল সাংসদই মহিলা। বাংলায় বহু মহিলা শিল্পোদ্যোগী রয়েছেন। পঞ্চায়েতের সব স্তরে মহিলাদের জন্য 50 শতাংশ আসন সংরক্ষিত। শুধু তাই নয়, এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, গত দু’বছর মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর।

26 জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। রাজ্যের বেকারত্বের হার কতটা কম, কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য, কোভিড মোকাবিলায় কীভাবে কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা, আমফানের পরে কেন্দ্র সামান্য সাহায্য করেছে এই সব বিষয়ে গত কয়েক দিনের এক মিনিটের ভিডিও-তে জানান ডেরেক।বুধবার, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কতটা বৃদ্ধি হয়েছে তৃণমূল আমলে সেটি তথ্য সহকারে জানিয়ে ছিলেন। শুক্রবারে বিষয়টি জানালেন, বাংলায় তৃণমূল সরকারের আমলে মহিলাদের পরিস্থিতির কথা।
সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।


‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনা করছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হয়েছে।

spot_img

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...