Tuesday, January 13, 2026

১০১টি পণ্য আর আমদানি নয়, প্রতিরক্ষায় বড় ঘোষণা করল কেন্দ্র

Date:

Share post:

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ১০১ টি পণ্য আর আমদানি করা হবে না বলে বড় ঘোষণা করল কেন্দ্র। বিদেশি পণ্য নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এই ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার সকালেই এই ঘোষণার কথা জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। এরপর একগুচ্ছ ট্যুইটে ঘোষণাগুলি করেন রাজনাথ সিং।

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এগনোই এখন মোদি সরকারের লক্ষ্য। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে আনা হয় একাধিক প্রতিরক্ষা সরঞ্জাম। এবার ভারতেই সেগুলি তৈরি করার বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী। ইতিমধ্যেই ১০১ টি সরঞ্জামের তালিকা তৈরি করা হয়েছে, যা অন্য দেশ থেকে অার আমদানি করা হবে না বলে জানা গিয়েছে। যদিও কতদিন পর্যন্ত এই আমদানি বন্ধ থাকবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তাই ধরে নেওয়া যায় যে অনির্দিষ্টকালের জন্য নির্দিষ্ট কিছু অস্ত্র আমদানি বন্ধ করার পথে ভারত। রাজনাথ সিং জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী, সরকারি ও বেসরকারি সংস্থা এবং স্টেক হোল্ডারদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর এই তালিকা তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তিনি আরও জানান, ২০১৫ থেকে ২০২০-র মধ্যে তিন বাহিনীতে এরকম অন্তত সাড়ে ৩ লক্ষ কোটি টাকার অস্ত্র ও সরঞ্জাম আমদানি করা হয়েছে। নতুন সিদ্ধান্তের পর আমদানি বন্ধ করে ভারতীয় সংস্থাগুলিই প্রায় ৪ লক্ষ কোটি টাকার বরাত পাবে আগামী ৬-৭ বছরে। এই ১০১ টি পণ্যের মধ্যে রয়েছে আর্টিলারি গান, কমব্যাট হেলিকপ্টার, অ্যাসল্ট রাইফেল, কভার্ট, রাডার, সশস্ত্র গাড়ি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সহ একাধিক উচ্চপ্রযুক্তিসম্পন্ন অস্ত্র। এগুলি আমদানি বন্ধ করে এবার থেকে তৈরি হবে ভারতেই।

spot_img

Related articles

প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই: ৯-০ করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের

কোচবিহারে বিগত কয়েকটি নির্বাচনে জিতেছে বিজেপি। এখনও ৯টি আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূল, ৬টিতে বিজেপি বিধায়ক রয়েছেন। ছাব্বিশের...

পলাশ-পর্ব অতীত, সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে স্মৃতির ফ্যাশনিস্তা ছবি 

২০২৫ সালটা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) জীবনে চির স্মরণীয় হয়ে থেকে যাবে। তিনি হয়তো চাইলেও কোনদিন এই বছরটাকে...

১০ মিনিটে ডেলিভারি বন্ধ! Blinkit-সহ একাধিক সংস্থাকে নির্দেশ কেন্দ্রের

বন্ধ হচ্ছে ১০ মিনিটে ডেলিভারির পরিষেবা। গিগ কর্মীদের নিরাপত্তা (Gig worker safty) নিয়ে উদ্বেগের মধ্যে, কেন্দ্রীয় সরকার (Central...

ইরানে হামলা করতে চলেছে আমেরিকা! মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বাড়ছে জল্পনা 

অশান্ত ইরানের (Iran) নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ এসেছে আমেরিকা থেকে। কিন্তু কেন? তাহলে কি শুল্ক নিয়ে বড় ঘোষণার...