Sunday, January 11, 2026

ট্রেন চলাচল বন্ধের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি তুঙ্গে

Date:

Share post:

30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল মেট্রো বা দূরপাল্লার ট্রেন। তবে বিশেষ ট্রেন এবং মালগাড়ি যেমন ছিল তেমনই চলবে। সোমবার বিকেলে রেল বোর্ডের এই বিজ্ঞপ্তি জারির কিছুক্ষণের মধ্যেই তা ঘিরে বিভ্রান্তি ছড়াল। প্রথমে বলা হয়, এটা রেল বোর্ডের অভ্যন্তরীণ নির্দেশ। প্রকাশ্যে আসা উচিত নয়। কিন্তু তার আবার কিছুক্ষণের মধ্যেই সুর বদলে রেলবোর্ড জানায়, পূর্ব রেলের সিপিটিএম যে লিখিত নির্দেশ দিয়েছেন তা ঠিক নয়। রেলমন্ত্রকও জানায়, ট্রেন চলাচলের নির্ধারিত কোনও দিন ঠিক হয়নি।
পূর্ব রেলের এক কর্তার রেলের সব ডিভিশন ও বিভাগীয় প্রধানদের চিঠিতে জানান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়তি যাত্রীবাহী কোনও ট্রেন চলবে না। এরপরই সেই বার্তা প্রকাশ্যে চলে আসে। হাওড়ার ডিআরএম ইশাক খানও জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে না।
কিন্তু এই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই পূর্ব রেল জানিয়ে দেয়, পূর্ব রেলের সিপিটিএম যে লিখিত নির্দেশ দিয়েছেন তা ঠিক নয়। রেলমন্ত্রকও জানায়, ট্রেন চলাচলের নির্ধারিত কোনও দিন ঠিক হয়নি। পূর্ব রেলের কর্তার নির্ধারিত চিঠি ঘিরে শুরু হয় বিতর্ক। বোর্ডের নির্দেশের নাম, নম্বর দিয়ে কীভাবে এই চিঠি তিনি ইস্যু করলেন তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বোর্ড।
আগেই ঘোষণা করা হয়েছিল, ১২ অগাস্ট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে না। এদিনের বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে রেলবোর্ড ওই সময়সীমা সেপ্টেম্বরের শেষ দিন পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে বলে জানায়। কিন্তু তারপরেই জানিয়ে দেওয়া হল এই বিজ্ঞপ্তি ঠিক নয়। এই পরিস্থিতিতে আদৌ কবে থেকে লোকাল, মেট্রো বা দূরপাল্লার ট্রেন চলবে তা নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি দেখা দিয়েছে।

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...