প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁকে আপাতত ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে দিল্লির সেনা হাসপাতালে৷ সোমবার তাঁর অস্ত্রোপচারের আগে টেস্টে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে৷
কীর্ণাহারে প্রাক্তন রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে মঙ্গলবার মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছে তাঁর সুস্থতা কামনা করে৷ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হচ্ছে বীরভূমের কীর্ণাহারের জপেশ্বর শিব মন্দিরে। তিন দিন চলবে এই যজ্ঞ ।

রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি৷
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ এ দিন হাসপাতালে প্রণববাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তিনি ২০ মিনিট হাসপাতালে ছিলেন৷

