হয়রানি ঠেকাতে ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট দেবে কলকাতা পুরসভা

করোনা-আক্রান্ত অথবা তাঁর পরিবারের উপর চেপে বসা অনৈতিক হয়রানি রুখতে এবার নাগরিকদের ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস-চেয়ারম্যান অতীন ঘোষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

অনেক ক্ষেত্রেই নজরে এসেছে, পরিবারের কেউ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। সেই ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পরেও তিনি বা তাঁর পরিবারের অন্যরা তাদের কর্মক্ষেত্রে বা অন্যত্র হয়রানির শিকার হচ্ছেন। অনেকেই কর্মস্থলে প্রশ্নের মুখে পড়ছেন। অতীনবাবু জানিয়েছেন, এই সংকট সমাধানের লক্ষ্যেই এবার
‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট দেওয়ার উদ্যোগ নিয়েছে পুরসভা।

Previous articleযোগ্যতার বিচারে প্রথম জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়
Next articleমর্মান্তিক! সরকারি হাসপাতাল চত্বরে মৃতদেহ খুবলে খেল কুকুর