Thursday, November 6, 2025

ফের ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরে, দক্ষিণে বজায় থাকবে আর্দ্রতা

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ । আজ শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে দক্ষিণে বজায় থাকবে আদ্রতা। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

বর্ষার মরসুমে প্রথম থেকেই বিপুল বৃষ্টি হয়ে চলেছে উত্তরে। বারবার ভূমিধ্বসের আশঙ্কা তৈরি হচ্ছে পাহাড়ে। পাহাড় থেকে জল নেমে ভাসিয়ে দিচ্ছে উত্তরের সমতলের জেলাগুলিকে। তাই বৃষ্টির নাম শুনলেই এই মরসুমে উত্তরবঙ্গের মানুষ আতঙ্কিত হচ্ছেন।


আজ শুক্রবার থেকে সেই বৃষ্টি শুরু হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার অল্প বাড়বে বৃষ্টি। রবিবার তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ভাগে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি শনিবার বৃষ্টির অল্প বাড়বে, তবে সতর্কবার্তা নেই। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত অল্প বিস্তর বৃষ্টি কিন্তু চলছেই উত্তরবঙ্গের। তা ক্রমে বাড়বে। শুক্রবার সকাল পর্যন্ত দার্জিলিংয়ে ১৯.৬ মিলিমিটার, জলপাইগুড়িতে ১১.২ মিলিমিটার, কালিম্পঙে ৬.০ মিলিমিটার, মালদহে ৩.৭ মিলিমিটার, শিলিগুড়িতে সর্বোচ্চ ১১৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি পরে আরও বাড়তে পারে।

এদিকে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। প্রতিদিনই প্রায় সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হচ্ছে না। ফলে দিন দিন বাড়ছে আর্দ্রতা জনিত অসস্তি। নিম্নচাপের পূর্বাভাস থাকলেও তা অভিমুখ বদল করে চলে গিয়েছে। ফলে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বারবার জানিয়েছে নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপর প্রকট হচ্ছে না।

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...