Saturday, August 23, 2025

বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত টুইট, সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত আইনজীবী প্রশান্ত ভূষণ

Date:

Share post:

আদালত অবমাননার অভিযোগে বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণকে শেষপর্যন্ত দোষী সাব্যস্ত করলো দেশের শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট আগামী ২০ আগস্ট তাঁর শাস্তি ঘোষণা করবে৷

আজ শুক্রবার আইনজীবী প্রশান্তভূষণকে দোষী সাব্যস্ত করে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির তিন সদস্যের বেঞ্চ।
প্রসঙ্গত,দেশের শেষ ৪ প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে একটি টুইট করেছিলেন প্রশান্ত ভূষণ। আর একটি টুইট ছিল বর্তমান প্রধান বিচারপতি এস এ বোবদেকে নিয়ে। বোবদে একটি সুপারবাইকে বসেছিলেন। কিন্তু মাথায় কেন হেলমেট নেই, সেই প্রশ্ন তুলেছিলেন প্রশান্ত ভূষণ। যদিও ওই সময় বাইকটি দাঁড় করানো ছিল। পরে অবশ্য দ্বিতীয় টুইটটির জন্য ক্ষমা চেয়ে নেন প্রশান্ত ভূষণ। বলেছিলেন, বাইকটি যে দাঁড় করানো ছিল, সেটি তিনি খেয়াল করেননি।

আরও পড়ুন : প্রাপ্ত নম্বরে খুশি না হওয়া পড়ুয়াদের ফের পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে CBSE

কিন্তু প্রথম টুইটে প্রধান বিচারপতিদের নিয়ে যে টুইট করেছিলেন, সেখান থেকে সরে আসেননি প্রশান্ত ভূষণ। এ ক্ষেত্রে সংবিধানের ১৯ (১) (এ) ধারায় বাক স্বাধীনতার অধিকারের যুক্তি দেন প্রশান্ত ভূষণ৷ গত ৩ আগস্ট হলফনামা দিয়ে তিনি বলেন, টুইটের একটি অংশের জন্য তিনি দুঃখিত। অন্য অংশের বিষয়ে প্রশান্ত ভূষণের বক্তব্য ছিল, শীর্ষ আদালতের বিচারপতিদের সমালোচনা করা হলে, তা কখনই আদালতের মর্যাদা হানি করে না অথবা তার কর্তৃত্বও খর্ব করে না। ভূষণের আরও যুক্তি ছিল, আদালতের ভূমিকা নিয়ে মন্তব্য করা তাঁর বাক- স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে৷ অবমাননার মামলায় শুনানিতে তাঁর আইনজীবী দুষ্যন্ত দাভে একই যুক্তি দেন।
গত ২২ জুলাই আদালত তাঁকে শো-কজ নোটিস ধরিয়েছিল। তার পাল্টা হিসেবে সুপ্রিম কোর্টেই মামলা দায়ের করে ওই শো-কজ নোটিস তুলে নেওয়ার আর্জি জানান প্রশান্ত। তাঁর যুক্তি ছিল, তাঁর মন্তব্য বিচারপতিদের ব্যক্তিগত জীবনের কাজকর্ম নিয়ে। তাই ওই টুইট আদালত অবমাননার পর্যায়ে পড়ে না। কারও বিরুদ্ধে সরব হওয়া, ঐক্যমত্য না হওয়া বা দ্বিমত পোষণ করার জেরে আদালত অবমাননার মামলা হতে পারে না বলেও তাঁর দাবি ছিল।

কিন্তু এত কিছু বলে এবং করেও আদালত অবমাননার মামলা আটকাতে পারেননি বর্ষীয়ান এই আইনজীবী। সেই মামলাতেই এ দিন প্রশান্তভূষণকে দোষী সাব্যস্ত করেছে শীর্ষ আদালত।

আরও পড়ুন : গেহলট সরকারকে অপদস্থ করতেই আজ রাজস্থানে অনাস্থা প্রস্তাব আনতে চায় বিজেপি

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...