Thursday, May 15, 2025

শুধুমাত্র টিউশন ফি নিক স্কুল, মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র অভিভাবকদের

Date:

Share post:

রাজ্যের বেসরকারি স্কুলগুলি শুধুমাত্র টিউশন ফি নিক। যে স্কুলে পুরোটাই টিউশন ফি তারা অন্তত ৫০ শতাংশ মকুব করুক। এই দাবি নিয়ে রাজ্যজুড়ে সরব হলেন বেসরকারি স্কুলের অভিভাবকরা। এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র পেশ করেন অভিভাবকদের একাংশ।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি দাবিপত্র পেশ করার কথা থাকলেও, কন্টেনমেন্ট জোন হওয়ায় এগোতে দেয়নি পুলিশ। অভিভাবকদের সংগঠন ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “এদিন হাজরা মোড়ে জমায়েত করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র দেওয়া হয়। আমরা দাবিপত্রে উল্লেখ করেছি টিউশন ফি নিক স্কুলগুলি। যেসব প্রায় সমস্ত ফি টিউশন ফি’র হেডে নেয়, তারা অন্তত ৫০ শতাংশ মকুব করুক। আমরা চাই শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা সম্পূর্ণ বেতন পাক।” একইসঙ্গে ২০ জুলাই শিক্ষা দফতরের জারি করা নির্দেশিকার বাস্তবায়িত করার আর্জি জানান অভিভাবকরা।

প্রসঙ্গত, বকেয়া স্কুল ফি মেটানোর সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৫ অগাস্টের মধ্যে বকেয়া স্কুল ফি’র ৮০ শতাংশ মেটাতে বলেছে আদালত। এর আগে গত ২০ জুলাই ফি সংক্রান্ত একটি নির্দেশিকা দেয় শিক্ষা দফতর। যেখানে করা হয়েছিল, মহামারি পরিস্থিতিতে ফি বাড়াতে পারবে না বেসরকারি স্কুলগুলি। বাসভাড়া, লাইব্রেরি ফি সহ এই ধরনের ফি মকুবের কথাও বলা হয়েছিল। সংশ্লিষ্ট নির্দেশিকা বাস্তবায়িত করার দাবি জানাচ্ছেন অভিভাবকরা।

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...