Monday, January 12, 2026

মমতা ছাড়া বাংলায় বিকল্প নেই, তৃণমূলের যোগ দিয়ে দাবি কৃশানুর

Date:

Share post:

“বাংলায় দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হলে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনও বিকল্প নেই। সেটা আমি বিজেপিতে থাকার সময়ও অনুভব করেছি। আর বিজেপির বাংলায় তো কোনও নেতাই নেই। সেটা দিনের পর দিন স্পষ্ট হচ্ছে। গুজরাত থেকে নেতা এনে বাংলা শাসন করা যায় না। তাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। তৃণমূলই বর্তমান, তৃণমূলী ভবিষ্যৎ। তাই ২১ জুলাই মুখ্যমন্ত্রীর আহ্বানের পর আর ঘরে বসে থাকতে পারিনি। তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।” আজ সোমবার তৃণমূল কংগ্রেস ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করার পর এমনই মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি নেতা তথা আরএসএস সদস্য কৃশানু মিত্র।

দলে যোগদান করার পর ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর মুখোমুখি হয় কৃশানু মিত্র জানান, আগামী দিনে আরও বড় লড়াই-সংগ্রামের পথে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথী হয়ে কাজ করবেন। দল যেমন নির্দেশ দেবে সেভাবেই এগিয়ে যাবেন তিনি।

২০২১ বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কৃশানু মিত্র জানান, তৃণমূল আগের চেয়েও আরও বেশি আসনে জিতবে। আর বিজেপির এই রাজ্যে কোন চিহ্ন থাকবে না।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি এবং বিজেপির সঙ্গে যুক্ত বেশ কিছুজন তৃণমূলের সঙ্গে যোগ দিলেন। বাংলা এবং বাঙালির স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। বিজেপি বা অন্য দল ছেড়ে একের পর এক নেতা-কর্মীর তৃণমূলে যোগদান প্রমাণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। আগামী দিনে আরও অনেকে তৃণমূলে যোগদান করার জন্য মুখিয়ে রয়েছেন।

কৃশানু মিত্র ছাড়াও এদিন তৃণমূল ভবনে আরও বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা ঘাসফুল শিবিরে যোগ দিলেন।

উল্লেখ্য, একটা সময় রোজই বিভিন্ন সংবাদ মাধ্যমে কৃশানু মিত্র বিজেপির মুখপাত্রের ভূমিকায় বিতর্কে যোগ দিতেন। রাজ্য রাজনীতিতে সুবক্তা বলেই পরিচিত কৃশানু। ২০১৬ বিধানসভা নির্বাচনে কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে মদন মিত্রের বিরুদ্ধে পদ্ম চিহ্নে ভোটে দাঁড়িয়েছিলেন।
কৃশানু মিত্র RSS প্রচারক ছিলেন। তিনি নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত ভাবে দলে যোগদানের আবেদন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়।

spot_img

Related articles

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...