Saturday, November 22, 2025

শহরে জোড়া পথ দুর্ঘটনা, মৌলালিতে চলন্ত বাইককে টেনে নিয়ে গেল বাস

Date:

Share post:

শহরে জোড়া পথ দুর্ঘটনা। বিধাননগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক মহিলার। সেই রেশ কাটতে না কাটতেই মৌলালির কাছে বাসের নীচে চাপা পড়লেন দুই আরোহী। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে বিধাননগরে মুচিবাজারের কাছে রাস্তা পার হচ্ছিলেন এক মহিলা। ২১১ নম্বর রুটের একটি বাস সেসময় উল্টোডাঙা থেকে খান্নার দিকে যাচ্ছিল। মহিলা অসতর্ক থাকায় ওই বেসরকারি বাসের সামনে চলে আসেন। বাসের ধাক্কায় গুরুতর আহত ওই মহিলাকে
স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই স তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে । পুলিশের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে ।
এ দিনই মৌলালির কাছে মোটরসাইকেলে চেপে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরেন দুই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য , ২৪০ নম্বর রুটের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। তাতে আরোহী সমেত মোটরসাইকেলটি বাসের নীচে চলে যায়। সেই অবস্থায় বেশ কিছুটা রাস্তা তাঁদের টেনে হিঁচড়ে নিয়ে যায় বাসটি। স্থানীয়দের চেষ্টায় ওই দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, ওই দুই মোটরসাইকেল আরোহী একটি অনলাইন সামগ্রী সরবরাহকারী সংস্থায় কর্মরত। স্থানীয়রা দাবি, দুজনেই মারা গিয়েছেন । যদিও হাসপাতাল থেকে এখনও তাদের মৃত্যুর সংবাদ জানানো হয়নি। এই ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে । দুর্ভোগে পড়েছেন অফিস যাত্রীরা ।

spot_img

Related articles

নির্বাচন কমিশনের প্রবল চাপ: রাজ্যের ফের আত্মঘাতী মহিলা বিএলও

রাজ্যে ফের আত্মঘাতী বিএলও। আবার দায়ী নির্বাচন কমিশন। শুক্রবার নতুন করে বিএলও-দের ডিজিটাইজেশনের কাজ করার সময়সীমা কমিয়ে দেওয়ার...

নিউটাউনে বেপরোয়া অ্যাপ ক্যাব: সাত সকালে দুর্ঘটনায় আহত ৬

সাত সকালে নিউটাউনে অ্যাপ ক্যাব দৌরাত্ম্য। বেপরোয়া ক্যাবের ধাক্কায় আহত হলেন ৫ পথচারী। গুরুতর আহত হলেন অ্যাপ ক্যাব...

ভিড়ে সাধারণ মানুষকে বাঁচাতে ‘ভুল’ চাল! প্রাণ দিলেন উইং কামান্ডার নমংশ

দেশের বায়ু সেনার শক্তি বিদেশের মাটিতে তথা বিশ্বের বুকে তুলে ধরতে দুবাই এয়ার শো-তে পাঠানো হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর...

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...