পড়ুয়াহীন হাইস্কুলের ভিতর থেকে উদ্ধার হল ১০ ফুট লম্বা গোখরো সাপ। তুফানগঞ্জের চিলাখানা ২গ্রাম পঞ্চায়েতের ঘোগার কুটি হাইস্কুলের ভিতরে ছিল সেটি। ঘটনায় হাইস্কুল সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয়, ঘোগার কুটি নতুন বাজার এলাকার সর্প প্রেমী তথা পরিবেশবিদ বাসুদেব রায়কে। তিনি বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে নিয়ে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেন। বনদফতরের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে এই কাজ করতে চান বাসুদেব রায়।
