কেউ কী আমার জীবনের প্রথম গাড়ি ফিরিয়ে দেবেন? পেশাদার ক্রিকেটার হিসাবে আমার নিজের উপার্জনে কেনা প্রথম মারুতি ৮০০ গাড়ি কিনেছিলাম। সেই গাড়ি আবার ফিরে পেতে চাই। আজ এই বয়সে এসে বড্ড বেশি আমার প্রথম গাড়ির নস্টালজিয়ায় আক্রান্ত।

মুদিত দানির ‘স্পোর্টলাইট’ অনুষ্ঠানে এসে নস্টালজিয়ায় ভারাক্রান্ত শচীন তেন্ডুলকরের আবেদন। ছোট পর্দায় বসে শচীন বললেন, সেই গাড়িটা দুর্ভাগ্যক্রমে আমার কাছে নেই। কিন্তু ফিরে পেতে চাই। যদি কারওর কাছে থাকে, তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। ওটা ফিরিয়ে নিতে চাই। স্মৃতিচারণ করতে গিয়ে শচীন বলেন, গাড়ির প্রতি অদ্ভুত একটা আকর্ষণ তৈরি হয় ছোটবেলা থেকে। আমাদের ফ্ল্যাটের আশপাশ অঞ্চলে প্রচুর সিনেমা হল ছিল। সকলে গাড়ি এনে পার্ক করত, সিনেমা দেখতে যেত। আমি আর আমার দাদা ব্যালকনি থেকে গাড়িগুলো দেখতাম। হয়তো সেখান থেকেই শুরু হতে পারে। এই মুহূর্তে শচীনের গ্যারাজে প্রায় ৯টি গাড়ি, যেগুলি শুধু দামী নয়, পৃথিবীর সেরা মডেলের।
