৩৪ বছর পর বদল হয়েছে জাতীয় শিক্ষানীতি। নতুন শিক্ষানীতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের স্নাতক কোর্সের ঘোষণা করা হয়েছে। এই পদ্ধতিতে পঠন-পাঠন চালিয়ে যেতে তৈরি হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট ব্যাঙ্ক।
কেন এই ক্রেডিট ব্যাঙ্ক? নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, চার বছরের স্নাতক কোর্সের মাঝে ছাত্ররা চাইলে কিছুদিনের জন্য পঠন পাঠন বন্ধ রাখতে পারবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে খবর, তখন তাঁদের অ্যাকাডেমিক ক্রেডিট জমা থাকবে ক্রেডিট ব্যাঙ্কে। পরে তাঁরা ক্লাস শুরু করলে সেই ক্রেডিট তাঁদের কাজে লাগবে। আগামী ডিসেম্বর মাস থেকে পরীক্ষামূলকভাবে ওই ব্যাঙ্ক কাজ শুরু করবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, নতুন জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে স্নাতক স্তরের কোর্সে অনেক ‘এন্ট্রি ও এক্সিট পয়েন্ট’ থাকবে। পুরো কোর্সের মধ্যে প্রতি বছর পড়ুয়াকে ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট দেওয়া হবে। এক বছর কোর্স করলে মিলবে সার্টিফিকেট। দু’বছর ক্লাস করলে ডিপ্লোমা। তিন বছর ক্লাস শেষে পাওয়া যাবে ডিগ্রি। সব শেষে চার বছরের কোর্সের পর ছাত্রছাত্রীরা পাবে ফোর ইয়ার ডিগ্রি।
