Sunday, November 9, 2025

লকডাউনে রাস্তায় বেরোনোর “পুরস্কার”! গাড়ি থামিয়ে মেডেল পরাচ্ছে পুলিশ

Date:

Share post:

“ওরে মেডেলটা নিয়ে আয়, ওকে পরিয়ে দে…!” লকডাউনে রাস্তায় বেরোলেই “সান্ত্বনা পুরস্কার” দিচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেট! হ্যাঁ, আজ শুক্রবার সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে এমন ছবি দেখা গেল হুগলি জেলার চন্দননগরের রাস্তায় রাস্তায়।

এদিন চন্দননগর ট্রাফিক পুলিশের তরফ থেকে লকডাউন অমান্য করে জানা বিনা কারণে যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের সকলকে অস্বস্তিতে ফেলে শাস্তিস্বরূপ গলায় মেডেল ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই মেডেলে লেখা, “লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনোর জন্য উপহার হিসেবে আপনাকে সান্ত্বনা পুরস্কার!”

এমন হাস্যকর মেডেলের পাশাপাশি এদিন লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা রাস্তায় বেরিয়েছেন, তাদের হাতে পুষ্পস্তবকও তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

অর্থাৎ, পুলিশ প্রশাসন অসচেতন নাগরিকদের বোঝাতে চেয়েছে, ডান্ডা মেরে বা উঠবস করিয়ে অথবা গ্রেফতার না করেও শাস্তি দেওয়া যায়। আপনি যে অসচেতন, আপনার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বলে ন্যূনতম জ্ঞান নেই, সেটা ফুটিয়ে তোলার জন্যই এবং আত্মউপলব্ধি করার জন্যই এই অভিনব শাস্তি। যাতে করে এই ছবি দেখার পর রাস্তার মাঝে অপমানিত হওয়ার হাত থেকে বাঁচতে আর কেউ বিনা প্রয়োজনে লকডাউন অমান্য করে বাড়ি থেকে না বেরোনো।

এদিন ও সচেতন নাগরিকদের মডেল পরানোর পাশাপাশি চন্দননগর পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং-এর প্রক্রিয়া চালু করেছে! গাড়ি নিয়ে বিভিন্ন অলিগলিতে টহলদারিও করে পুলিশ। প্রত্যেকটা গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে তবেই গাড়িকে ছাড়া হচ্ছে। যারা রাস্তায় বেরোনোর কারণ সম্পর্কে ঠিক মত জবাব দিতে না পারলে আটকও করা হচ্ছে।

spot_img

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...