চিনের নজর এড়িয়ে নতুন রাস্তা করছে ভারতীয় সেনা

চিনের নজর এড়িয়ে নতুন রাস্তা তৈরি করছে ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনীর যাতায়াতের জন্যই এই নতুন পথ। মানালি থেকে লেহ পর্যন্ত তৈরি হচ্ছে এই সড়ক। এছাড়াও খারদাং লা পাসে রাস্তা তৈরির কাজ প্রায় শেষের পথে।

দিল্লি আরও একটি রাস্তা তৈরি করছে। সাব সেক্টর নর্থে দৌলত বেগ ওল্ডি সহ একাধিক এলাকাতেও রাস্তা তৈরির কাজ হচ্ছে। সূত্রের খবর, এই রাস্তা মারফত চিনা সীমান্তে দ্রুত পৌঁছতে পারবে ভারতীয় সেনা।

এছাড়াও কাজ চলছে একটি পুরোনো রুটে। যেখান থেকে মূলত গ্রীষ্মকালে যাতায়াত করতেন স্থানীয় ব্যবসায়ীরা। জানা গিয়েছিল, ডেপসাং এবং দৌলত বেগ ওল্ডি অঞ্চলে সেনা মোতায়েনের কাজ শুরু করেছে চিন। পাশাপাশি নির্মাণ কাজও। ভারতীয় সেনার পেট্রলিং পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত কাজে বাধা দিচ্ছে চিনা সেনা। সেখানে নির্মাণ কাজ চালাচ্ছে বেজিং। সেই কাজের মোকাবিলা করতেই নতুন করে সীমান্তে সড়ক নির্মাণে জোর দিয়েছে দিল্লি।

Previous articleলকডাউনে রাস্তায় বেরোনোর “পুরস্কার”! গাড়ি থামিয়ে মেডেল পরাচ্ছে পুলিশ
Next articleভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বিসমিল্লাহ খাঁর বসত ভিটে, নিঃশব্দে মুছে গেল প্রবাদপ্রতিম শিল্পীর স্মৃতিচিহ্ন