ভাইরাসের জন্য সরকারি স্বাস্থ্যবীমার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীর মতো যাঁরা সামনের সারিতে থেকে ভাইরাসের মোকাবিলা করছেন, তাঁদের স্বাস্থ্যবীমার মেয়াদ বাড়লো নভেম্বর পর্যন্ত।

দশ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা করিয়েছিল সরকার৷ মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বর পর্যন্ত ওই বীমার মেয়াদ ছিল৷ বীমার মেয়াদ দু’ মাস বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করা হলো। ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে ভাইরাসে আক্রান্ত হয়ে যে সরকারি কর্মী ও আধিকারিকদের মৃত্যু হয়েছে তাঁরা ক্ষতিপূরণের টাকা ঠিক মতো পাচ্ছেন তা দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে করোনা যোদ্ধাদের স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।