Friday, November 28, 2025

কোচবিহারে বিজেপিকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ জনপ্রিয় নেতাদের

Date:

Share post:

বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ চাঙ্গা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসা বিজেপি হোক কিংবা বাম-কংগ্রেস, পাহাড় থেকে জঙ্গল অথবা সাগর থেকে শহর, ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়েছে। তারই অঙ্গ হিসাবে এবার উত্তরবঙ্গের কোচবিহারে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে। এখানে বিজেপির বেশ কয়েকজন স্থানীয় জনপ্রিয় নেতা পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন।

কোচবিহার তৃণমূলের সভাপতি পার্থপ্রতীম রায়ের হাত ধরে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন চারজন দক্ষ সংগঠক ও নেতা-নেত্রী। কোচবিহার ২ নম্বর ব্লকের প্রভাবশালী নেতা পরিমল রায়, বিজেপির প্রাক্তন মহিলা জেলা সম্পাদক কমলা সরকার, বিজেপির ৩২ নম্বর মণ্ডলের প্রাক্তন সহ-সভাপতি কুমারজিৎ সরকার ও বিজেপি নেত্রী শোভানারি সাহা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাঁদের সঙ্গে কয়েকশো অনুগামীও তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থপ্রতীম রায়।

বিজেপি ছেড়ে আসা চার নেতা-নেত্রীকে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়। দলবদলের অনুষ্ঠানে তিনি বলেন, “বিজেপি ছেড়ে চারজন নেতানেত্রী যোগ দিয়েছেন আমাদের দলে। আমরা সাত দফায় যোগদান করাব আরও নেতানেত্রীকে। সেপ্টেম্বর পর্যন্ত এই দলবদল চলবে। জেলার বিভিন্ন স্থানে বিজেপি যুব মোর্চা ছেড়েও তৃণমূলে আসছেন অনেক নেতা-কর্মী।”

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে কোচবিহার জেলার একমাত্র লোকসভা আসনে তৃণমূলকে হারিয়ে জিতেছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। একুশের বিধানসভা নির্বাচনের আগে সেই বিজেপির সংগঠনকে জোর ধাক্কা দিলো শাসক দল।

উল্লেখ্য, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা আহ্বান জানিয়েছিলেন যাঁরা ভুল করে বিজেপিতে গেছেন তাঁদের ফিরে আসার। তারপরই পর থেকে রাজ্যজুড়ে বিজেপির ভাঙন আর তৃণমূলের শক্তি বৃদ্ধির শুরু।

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...