গভীর কোমাচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরও কিছুটা অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের জটিলতার মধ্যে প্রণব মুখোপাধ্যায়ের কিডনির অবস্থারও অবনতি হয়েছে। বুধবার এই খবর জানানো হয়েছে দিল্লির সেনা হাসপাতালের পক্ষ থেকে। দু’সপ্তাহের বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। এদিন হাসপাতাল থেকে প্রকাশিত তাঁর স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে প্রণব মুখোপাধ্যায়ের। গতকালের চেয়ে তাঁর কিডনির অবস্থার (রেনাল প্যারামিটার্স) সামান্য অবনতি হয়েছে। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেটরে রেখে তাঁর চিকিৎসা চলছে।
