আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সব স্কুল ও কলেজ বন্ধ থাকবে। বুধবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, পড়ুয়াদের জীবন ঝুঁকির মুখে ঠেলে স্কুল-কলেজ খোলা হবে না। বুধবার মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্পষ্ট যে, পড়ুয়াদের জীবন নিয়ে রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে চায় না।
মহামারীর এই পরিস্থিতিতে যেভাবে মিড ডে মিলের সামগ্রী অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই ব্যবস্থা চালু থাকবে বলে জানানো হয়েছে।
