Thursday, August 28, 2025

উত্তরে এবার বিপর্যয়ের মেঘ, ভাসছে দক্ষিণের জেলা  

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একটানা বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস মত বৃহস্পতিবার থেকে দক্ষিণের পরিস্থিতির উন্নতি হলেও জলমগ্ন বেশ কয়েকটি জেলা। এরইমধ্যে উত্তরের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস ।রবিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। জারি করা হয়েছে সতর্কতাও।

এদিকে, দক্ষিণের এক টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। প্লাবিত পশ্চিম মেদিনীপুরের কেশপুর এর প্রায় ৫০ টি গ্রাম। নদীর জল স্তর বৃদ্ধিতে ভেঙে পড়েছে সেতু। নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের বহু এলাকা। দিঘা, শঙ্করপুর , তাজপুরের বিভিন্ন এলাকায় জলমগ্ন। চলছে উদ্ধার কাজ। পশ্চিম মেদিনীপুরের প্লাবিত গ্রামের বাসিন্দাদের নিয়ে আসা হচ্ছে ক্যাম্পে। বিলি করা হচ্ছে ত্রাণ। অতিমারির পরিস্থিতিতে এটি নতুন করে সমস্যার আকার নিয়েছে।

এই মরশুমে স্বাভাবিকের কুড়ি শতাংশ বেশি বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে। ১৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দুই বর্ধমান আর উত্তর ২৪ পরগণায়। নদিয়ায় বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে ১৭ শতাংশ বেশি। কলকাতায় স্বাভাবিকের থেকে ১৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বীরভূমে স্বাভাবিকের থেকে ১০, পুরুলিয়ায় ৯, বাঁকুড়ায় ৮ আর হুগলিতে পাঁচ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্য দিকে পশ্চিম মেদিনীপুরে স্বাভাবিকের থেকে ৪ হাওড়ায় ৮, পূর্ব মেদিনীপুরে ১৭ আর দক্ষিণ ২৪ পরগণায় ১৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

তবে, দক্ষিণবঙ্গে যত দিন বৃষ্টির দাপট ছিল উত্তরবঙ্গে বিশেষ বৃষ্টি হয়নি। চলতি সপ্তাহের নিরিখে ৩৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে উত্তরবঙ্গে। পয়লা আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির ঘাটতি ৩৬ শতাংশ। কিন্তু এবার ফের সেখানে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

 


জলপাইগুড়িরে ১৮ শতাংশ, দার্জিলিঙে ৫ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। ফলে আগস্টে সে ভাবে বৃষ্টি হয়নি এই পরিমান ঘাটতির অঙ্ক থেকে তা স্পষ্ট। বৃষ্টিহীন এই পরিস্থিতি খুব শীঘ্রই কাটবে উত্তরবঙ্গে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

 

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...